বাড়িতে ঢুকে পোষা কুকুরকে ছিঁড়ে খেল লেপার্ড!‌ নৈনিতালের ভয়ানক ঘটনা ধরা পড়ল ক্যামেরায়

Last Updated:

স্থানীরা জানিয়েছেন, শেষ যখন এমন ঘটনা ঘটেছিল, তখন তাঁরা ঘটনাটি নিজের চোখে দেখতে পাননি।

#‌নৈনিতাল:‌ ইদানীং মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, জঙ্গল ছেড়ে শহরে, বসতি এলাকায় ঢুকে পড়ছে বন্যপ্রাণী। লকডাউন চলাকালীন এমন অনেক ঘটনাই সামনে এসেছে। দেখা গিয়েছে , বন্য কবলিত অসম বা কেরলে কীভাবে জঙ্গল ছেড়ে প্রাণের ভয়ে লোকালয়ে ঢুকে এসেছে একাধিক প্রাণী। এবারের ঘটনাস্থল নৈনিতাল।
শনিবার উত্তরাখণ্ডের নৈনিতালে এক ভয়ানক ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে একেবারে ঘনজনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে একটা আস্ত লেপার্ড। তারপর সেটি শিকার হিসাবে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির একটি পোষা কুকুরকে। একেবারে শিকারের কায়দায় টুটি টিপে ধরে নিয়ে যায় বাড়ির পোষা কুকুরকে।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আগে মানুষের গন্ধ পেলে, বা জনবসতি দেখলে বন্য লেপার্ড প্রবেশ করত না। এখন একেবারে লোকালয়ে ঢুকে এরা তাণ্ডব চালাতে শুরু করেছে। এমন চলতে থাকলে এরা কয়েকদিন বাদে মানুষের উপরও তো হামলা করবে! এই নিয়ে ১৫ দিনের মধ্যে দু’‌বার একই ঘটনা ঘটেছে ওই এলাকায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
advertisement
স্থানীরা জানিয়েছেন, শেষ যখন এমন ঘটনা ঘটেছিল, তখন তাঁরা ঘটনাটি নিজের চোখে দেখতে পাননি। কিন্তু এবার তাঁরা দেখেছেন, কী ভয়ানক ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, জঙ্গল ক্রমে ছোট হয়ে যাচ্ছে, আর সেই কারণেই খাবারের সন্ধানে প্রানীরা বসতিতে ঢুকে পড়ছে। তাঁদের দাবি, বন দফতরকেই এবার সমস্যা মেটাতে উদ্যোগী হতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে ঢুকে পোষা কুকুরকে ছিঁড়ে খেল লেপার্ড!‌ নৈনিতালের ভয়ানক ঘটনা ধরা পড়ল ক্যামেরায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement