পরেশ রাওয়ালকে তালতলা থানায় হাজিরার নির্দেশ, মন্তব্য-বিপাকে অভিনেতা
- Published by:Anulekha Kar
Last Updated:
১২ ডিসেম্বর দুপুর দু’টোর মধ্যে তাঁকে তালতলা থানায় হাজিরা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে৷
#কলকাতা: মহম্মদ সেলিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিনেতা পরেশ রাওয়ালের নামে শমন জারি করল কলকাতা পুলিশ৷ ১২ ডিসেম্বর দুপুর দু’টোর মধ্যে তাঁকে তালতলা থানায় হাজিরা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৪১এ সিআরপিসিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে৷ কলকাতা পুলিশ এই বিষয়ে সেলিমের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ৷
পরেশ রাওয়ালের বিরুদ্ধে ‘বাঙালি বিদ্বেষী’ মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরেশ রাওয়ালের মন্তব্য উস্কানিমূলক এবং এবং বাঙালি বিদ্বেষী বলে অভিযোগ করেছিলেন সেলিম। রাওয়ালের বিরুদ্ধে আইপিসি-র ধারা ১৫৩, ১৫৩(এ), ১৫৪(বি), ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
advertisement
বিজেপির একটি প্রচার সভায় বক্তৃতা দেওয়ার সময় করা মন্তব্যকে ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা পরেশ রাওয়ালকে। গুজরাতে বিজেপির সভায় পরেশ বলেন, বাঙালির মৎস প্রীতি নিয়ে মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতা পরেশ রাওয়ালকে। বক্তব্যটির জন্য ক্ষমাও চেয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। তবে তার উক্তিটির জন্য অবশেষে একটি এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 8:10 PM IST