#শিলং: চিটফান্ড তদন্তে আজ অর্থাত্ মঙ্গলবার চতুর্থ দিন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ সকাল ১১টা থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ৷ তবে এ দিন হনুমান টুপি পরিয়ে চরম গোপনীয়তায় আরও একজনকে আনা হয় সিবিআই দফতরে৷ তিনি কে, তা জানা যায়নি৷
সিবিআই অফিসাররাও ওই হনুমান টুপি পরা ব্যক্তির পরিচয় জানাতে নারাজ৷ গত ৩ দিনে সিপি রাজীব কুমারকে ২৪ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা৷ সূত্রের খবর, আজ জিজ্ঞাসাবাদ নয়া মোড় নিতে পারে৷
এ দিন ওই হনুমান টুপি পরা ব্যক্তিকে সকাল ১০টা ১৫ নাগাদ সিবিআই অফিসে আনা হয়৷ তাঁকে দ্রুত ঢুকিয়ে দেওয়া হয় অফিসে৷ রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য দেবেন তিনি? তাই চূড়ান্ত গোপনীয়তা? প্রশ্ন উঠছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI vs Mamata, Rajeev Kumar, Shillong