কেরল: একপ্রকার ইতিহাস গড়েই দ্বিতীয়বার কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Cm) হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এই নিয়ে পর পর দু’বার কেরলে ক্ষমতায় এল সিপিএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (LDF)। এর আগে দক্ষিণের এই রাজ্যে একই দল পর পর দু’বার ক্ষমতায় আসেনি। সেক্ষেত্রে আজকের দিনটি কেরলের ইতিহাসে ঐতিহাসিকই বটে। যদিও করোনা পরিস্থিতির মধ্যেই ৫০০ অতিথি নিয়ে শপথ (Kerala Cm Oath) গ্রহণ অনুষ্ঠান করায় বিতর্কের মুখেও পড়তে হয়েছে বিজয়নকে।
Took the oaths of office and secrecy, as the Chief Minister of Kerala. Together, let us realise a people's alternative, and build a Nava Keralam! pic.twitter.com/zMnm0VsJQa
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 20, 2021
In the first cabinet meeting, we have decided to implement a programme to alleviate extreme poverty. It will come in to force on 15 August. On India's independence day, Kerala will reaffirm the right of its citizens to be poverty free.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 20, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pinarayi Vijayan