#নয়াদিল্লি: কাঠুয়া গণধর্ষণ নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কাঠুয়ার ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেন,
মহিলাদের নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ। শিশুকে নিরাপদে রাখা সমাজের দায়িত্ব। আগামী প্রজন্মকে দিতে হবে উন্নত পরিবেশ।
ঘটনার তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি আরও জানান,
কাঠুয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ৷ মহিলাদের নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ ৷ শিশুকে নিরাপদে রাখা সমাজের দায়িত্ব ৷ আগামী প্রজন্মকে উন্নত পরিবেশ দিতে হবে ৷
তিনি আরও বলেন,
স্বাধীনতার ৭০ বছর পরেও এই ধরনের ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ৷ আমরা কী ধরনের সমাজ গড়ে তুলছি, সেটা ভেবে দেখার সময় এসে গিয়েছে ৷ শিশু ও মহিলাদের সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনার নিন্দা করে ধৃতদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন ৷