গুরুতর অসুস্থ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি

Last Updated:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির শারিরীক অবস্থার অবনতি হচ্ছে ক্রমশ ৷ গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডিএমকে চেয়ারম্যান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি ৷

#চেন্নাই: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির শারিরীক অবস্থার অবনতি হচ্ছে ক্রমশ ৷ গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডিএমকে চেয়ারম্যান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি ৷ কৌভেরি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানান হয়েছে, মূত্রনালীতে জটিল সংক্রমণ হয়েছে তাঁর ৷ যদিও গোপালাপূরমে করুণানিধির নিজস্ব বাসভবনেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন করুণানিধি ৷
কৌভেরি হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷ তাদের তত্ত্বাবধানেই চলছে চিকিৎসা ৷ দিনে বেশ কয়েকবার মেডিক্যাল বুলেটিন পেশ করছে তারা করুণানিধির শারিরীক পরিস্থিতি নিয়ে ৷ হাসপাতাল সূত্রে খবর, করুণানিধির বয়স ছুঁয়েছে ৯৪ বছরে ৷ যার জেরে বার্ধক্যজনিত রোগেই আপাতত কাবু হয়ে গিয়েছেন করুণানিধি ৷
এআইএডিএমকে নেতা তথা তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী ও পন্নেরসেলভাম এবং তাঁর ক্যাবিনেট মন্ত্রী ডি জয়কুমার হাজির হয়েছেন করুণানিধির বাড়ি ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন,
আগের থেকে এখন অনেকটাই ভাল রয়েছেন করুণানিধি ৷ ওনার দ্রুত আরোগ্য কামনা করি ৷
advertisement
advertisement
করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্তালিন এবং কানিমোঝির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এরপরই টুইট করে  করুণানিধির দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী ৷
advertisement
করুণানিধির শারিরীক পরিস্থিতির খোঁজ নিতে তাঁর বাসভবনে গিয়েই হাজির হয়েছেন কমল হাসান ৷ আজ সকালেই করুণানিধির বাড়িতে যান তিনি ৷ সেখানেই স্তালিনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কমল হাসানকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুরুতর অসুস্থ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement