Karnataka Crisis: বিধায়কদের ইস্তফা গ্রহণ করেও খতিয়ে দেখার জন্য সময় চাইলেন স্পিকার

Last Updated:

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে বিধায়কদের সশরীরে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা জমা দিতে হবে৷ মধ্যরাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে স্পিকারকে৷

#বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্নাটকের কংগ্রেস-জেডিএসের বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নিলেন স্পিকার৷ কিন্তু বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার৷
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে বিধায়কদের সশরীরে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা জমা দিতে হবে৷ মধ্যরাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে স্পিকারকে৷ শুক্রবার স্পিকারের সিদ্ধান্ত শুনবে শীর্ষ আদালত৷ সাংবাদিক বৈঠক করে স্পিকার রমেশ কুমার বললেন, 'আমি ইস্তফাপত্র গ্রহণ করেছি৷ ইস্তফাপত্রগুলি খতিয়ে দেখার জন্য সময় লাগবে৷' তবে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হলেই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষুব্ধ বিধায়কদের৷ যার নির্যাস, কর্নাটকে রাতভর চলবে রাজনৈতিক নাটক৷
advertisement
রমেশ কুমারের কথায়, 'গত ৬ জুলাই, আমি দুপুর দেড়টা পর্যন্ত আমার চেম্বারে ছিলাম৷ বিধায়করা আসেন দুপুর ২টোয়৷ তাঁরা আগে থেকে কোনও অ্যাপয়েন্টমেন্টও নেননি৷ সুতরাং ওঁরা আসবে শুনেই পালিয়ে গিয়েছি, এটা সত্যি নয়৷ কিছু নিউজ চ্যানেল দেখলাম বলছে, আমি নাকি ইচ্ছে করে দেরি করছি৷ খারাপ লাগল৷ রাজ্যপাল আমায় গত ৬ জুলাই জানান৷ আমি ততক্ষণ অফিসেই ছিলাম এবং তারপর আমি ব্যক্তিগত কাজে বেরই৷ তার আগে কোনও বিধায়ক আমার কাছে আসেননি৷ স্পিকারের দাবি, ৮টি ইস্তফাপত্রের ফরম্যাট ঠিক নেই৷'
advertisement
advertisement
বৃহস্পতিবার একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে৷ ওই হোটেলেই রয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা৷ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার দেখা করতে যান ওই বিধায়কদের সঙ্গে। নিজের নামে হোটেলের একটা ঘর বুক করেন৷ শিবকুমার গেটে পৌঁছতেই বাধা পান। স্লোগান ওঠে, শিবকুমার গো ব্যাক। মুম্বই পুলিশের বাধায় সেই হোটেলে পৌঁছতেই পারেননি তিনি। পুলিশ আটক করে শিবকুমারকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Crisis: বিধায়কদের ইস্তফা গ্রহণ করেও খতিয়ে দেখার জন্য সময় চাইলেন স্পিকার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement