Karnataka Crisis: বিধায়কদের ইস্তফা গ্রহণ করেও খতিয়ে দেখার জন্য সময় চাইলেন স্পিকার

Last Updated:

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে বিধায়কদের সশরীরে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা জমা দিতে হবে৷ মধ্যরাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে স্পিকারকে৷

#বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্নাটকের কংগ্রেস-জেডিএসের বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নিলেন স্পিকার৷ কিন্তু বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার৷
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে বিধায়কদের সশরীরে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা জমা দিতে হবে৷ মধ্যরাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে স্পিকারকে৷ শুক্রবার স্পিকারের সিদ্ধান্ত শুনবে শীর্ষ আদালত৷ সাংবাদিক বৈঠক করে স্পিকার রমেশ কুমার বললেন, 'আমি ইস্তফাপত্র গ্রহণ করেছি৷ ইস্তফাপত্রগুলি খতিয়ে দেখার জন্য সময় লাগবে৷' তবে সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হলেই ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষুব্ধ বিধায়কদের৷ যার নির্যাস, কর্নাটকে রাতভর চলবে রাজনৈতিক নাটক৷
advertisement
রমেশ কুমারের কথায়, 'গত ৬ জুলাই, আমি দুপুর দেড়টা পর্যন্ত আমার চেম্বারে ছিলাম৷ বিধায়করা আসেন দুপুর ২টোয়৷ তাঁরা আগে থেকে কোনও অ্যাপয়েন্টমেন্টও নেননি৷ সুতরাং ওঁরা আসবে শুনেই পালিয়ে গিয়েছি, এটা সত্যি নয়৷ কিছু নিউজ চ্যানেল দেখলাম বলছে, আমি নাকি ইচ্ছে করে দেরি করছি৷ খারাপ লাগল৷ রাজ্যপাল আমায় গত ৬ জুলাই জানান৷ আমি ততক্ষণ অফিসেই ছিলাম এবং তারপর আমি ব্যক্তিগত কাজে বেরই৷ তার আগে কোনও বিধায়ক আমার কাছে আসেননি৷ স্পিকারের দাবি, ৮টি ইস্তফাপত্রের ফরম্যাট ঠিক নেই৷'
advertisement
advertisement
বৃহস্পতিবার একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে৷ ওই হোটেলেই রয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা৷ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার দেখা করতে যান ওই বিধায়কদের সঙ্গে। নিজের নামে হোটেলের একটা ঘর বুক করেন৷ শিবকুমার গেটে পৌঁছতেই বাধা পান। স্লোগান ওঠে, শিবকুমার গো ব্যাক। মুম্বই পুলিশের বাধায় সেই হোটেলে পৌঁছতেই পারেননি তিনি। পুলিশ আটক করে শিবকুমারকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Crisis: বিধায়কদের ইস্তফা গ্রহণ করেও খতিয়ে দেখার জন্য সময় চাইলেন স্পিকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement