২ সপ্তাহের মধ্যে ফের JNU-তে ‘হামলা’, আক্রান্ত ছাত্র রাগিব আক্রম

Last Updated:

আক্রান্ত ছাত্র রাগিব আক্রম ভরতি এইমসে।

#নয়াদিল্লি: দু'সপ্তাহ কাটতে না কাটতেই ফের JNU-তে হামলা। আক্রান্ত ছাত্র রাগিব আক্রম ভরতি এইমসে। সোমবার সন্ধেয় ABVP-র বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত পড়ুয়ার অভিযোগ অস্বীকার এবিভিপি-র। নর্মদা হস্টেলে ঢুকে ‘হামলা’ চালায় ৩-৪ জন।
৫ জানুয়ারি, সন্ধ্যায় মুখে মুখোশ পরা কিছু দুষ্কৃতি অতর্কিতে জেএনইউ ক্যাম্পাসের তিনটি হস্টেলে হামলা চালায় বলে খবর ৷ হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷
জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে জানিয়েছেন তাঁরা। সরাসরি এভিবিপি-র দিকে আঙুল তুলেছেন স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা ৷
advertisement
advertisement
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জনা পঞ্চাশেক দুষ্কৃতী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জেএনইউ ক্যাম্পাসে ঢোকে ৷ ভয় পেয়ে ছাত্রছাত্রীরা তখন এক অধ্যাপককে ফোন করে সাহায্য চান ৷ স্টুডেন্টস ইউনিয়নের সহ-সভাপতি শাকেত মুন জানান, দুষ্কৃতীরা প্রতিটি ঘরে ঢুকে ছাত্রছাত্রদের এলোপাথারে মারতে থাকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২ সপ্তাহের মধ্যে ফের JNU-তে ‘হামলা’, আক্রান্ত ছাত্র রাগিব আক্রম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement