Jharkhand Election Result 2019: এটা শুধুমাত্র ট্রেন্ড, ঝাড়খণ্ডে সরকার গড়বে বিজেপি : রঘুবর দাস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, 'ফলাফল ঘোষণা হলেই সমীক্ষা করা হবে। এখনও গণনা চলছে'
#রাঁচি: ঝাড়খণ্ড হারাচ্ছে বিজেপি। সরকার গড়তে চলেছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের। এখনও পর্যন্ত হওয়া গণনায় কংগ্রেস, জেএমএম আর রাষ্ট্রীয় জনতা দলের জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। এরপরই দলীয় পার্টি অফিসের বাইরে শুরু হয়েছে উৎসব পালন। এই নয়ে প্রথমবার মুখ খুললেন বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন হবে। 'আর এটা ট্রেন্ড, ফলাফল নয়। অনেক আসনেই লড়াই হাড্ডাহাড্ডি, বিজেপি বিরোধী ভোট ভাগ হয়নি', মন্তব্য রঘুবর দাসের।
বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস দাবি করেছেন যে বিজেপি-ই নির্বাচন জিতবে, আর বিজেপির নেতৃত্বে সরকার গঠন হবে। মুখ্যমন্ত্রী রঘুবর দাস আরও বলেন, 'ফলাফল ঘোষণা হলেই সমীক্ষা করা হবে। এখন মাত্র তৃতীয় রাউন্ড গণনা চলছে, এরজন্য এখন কোন প্রতিক্রিয়া দেওয়া উচিৎ নয়। আমরা জিতছি, আর বিজেপির নেতৃত্বেই সরকার গঠন হবে।'
#ElectionsWithNews18 हम जीत रहे हैं, जश्न तो कोई भी मना सकता है. बीजेपी की ही सरकार बनेगी: रघुबर दास सबसे सटीक नतीजे के लिए क्लिक करें-https://t.co/mWP4mAykS9#BattleForJharkhand pic.twitter.com/rIbSXXfz3c
— News18 India (@News18India) December 23, 2019
advertisement
advertisement
এখনও কংগ্রেস-জেএমএম জোট এগিয়ে ৪২ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ২৯টি আসনে। ট্রেন্ড অনুযায়ী জেএমএম ২৫, কংগ্রেস-১২, আরজেডি-৫ । ইতিমধ্যেই কংগ্রেস জানিয়ে দিয়েছে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনই হবেন জোটের মুখ্যমন্ত্রী।
"We are winning and the government will be formed under the leadership of the BJP," said incumbent Chief Minister Raghubar Das.
— News18.com (@news18dotcom) December 23, 2019
Follow #live updates: https://t.co/T1JoFs1D6X#JharkhandAssemblyPolls #JharkhandElectionResults pic.twitter.com/stJmtgN05F
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 1:30 PM IST