দীর্ঘ অপেক্ষার অবসান! মুক্তি পাচ্ছেন কাশ্মীরি নেতা  ওমর আবদুল্লা

Last Updated:

এই বন্দিত্বের মধ্যেই দু'বার ওমরের ছবি সামনে আসে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল রাতারাতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি টুইট করে বলেন, ওমরকে চিনতেই পারা যাচ্ছে না।

#শ্রীনগর: দীর্ঘ আট মাস পরে মুক্তি পেতে চলেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ২০১৯ সালের ৫ আগস্টজম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময়ে অন্য কাশ্মীরি নেতাদের সঙ্গেই গ্রেফতার করা হয় আবদুল্লাহকে।cg
আবদুল্লার সঙ্গে একই সময়ে বন্দি করা হবয়েছিল মেহেবুবা মুফতিকেও। এদিন টুইটারে মুফতি আবদুল্লার মুক্তির কথা জানিয়ে লেখেন, "আমি খুশি ওঁকে এবার ছাড়া হবে।" কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষও ছিল মুফতির টুইটে। তিনি লেখেন, "এই সরকার মুখে নারীশক্তির জয়গান গায়। কিন্তু মেয়েদের সবচেয়ে বেশি ভয় পায় এই সরকার।"
গত সপ্তাহেই ওমরের বোনের আবেদনেরর শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, কাশ্মীরী নেতাদের মুক্তির ব্যপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর দেওয়ার জন্যে সাত দিন সময় দেওয়া হয় কেন্দ্রকে।
advertisement
advertisement
১৩ মার্চ ওমরের বাবা ফারুক আবদুল্লাকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়। প্রশ্ন উঠতে শুরু করে ওমরকে কেন মুক্তি দিচ্ছে না সরকার?
এই বছর ১০ মার্চ ৫০ এ পা দিলেন ওমর আরদুল্লা। কাশ্মীরে কোনও রকম চার্জ গঠন না করেই তাকে আটক করা হয়েছিল। পরে, জনসুরক্ষা আইনে একাধিক নেতার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
advertisement
এই বন্দিত্বের মধ্যেই দু'বার ওমরের ছবি সামনে আসে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল রাতারাতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি টুইট করে বলেন, ওমরকে চিনতেই পারা যাচ্ছে না।
ওমর ঘনিষ্ঠদের মতে, বরাবর ক্লিন শেভড থাকা ওমর শপথ নিয়েছিলেন বন্দিদশা না কাটতে দাড়ি কাটবেন না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দীর্ঘ অপেক্ষার অবসান! মুক্তি পাচ্ছেন কাশ্মীরি নেতা  ওমর আবদুল্লা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement