বেপরোয়া ড্রাইভিংয়ে এবার হতে পারে ৬ মাস পর্যন্ত জেল!

Last Updated:

এত দিন পর্যন্ত মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে শুধুমাত্র জরিমানা করা হত। জেল হওয়ার তেমন সম্ভাবনা ছিল না। এক্ষেত্রে যাঁরা বারবার জরিমানা দিতে অস্বীকার করতেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হত।

#মুম্বই: এবার মুম্বইয়ের পথে নামলে সাবধান হতে হবে। কারণ নিয়ম ভাঙলেই বড় বিপদ। যদি ভুল করেও কেউ রং সাইডে গাড়ি চালায় বা কোনও ট্র্যাফিক নিয়ম ভাঙে, তাহলে আর রক্ষা নেই। নিয়মভঙ্গকারীর বাড়ি পর্যন্ত পিছু নিতে পারে পুলিশ। নিয়ম মেনে জরিমানা দিলে ভাল। তবে একটু এদিক-ওদিক হলেই জরিমানার সঙ্গে ছয় মাস পর্যন্ত জেলও হতে পারে।
এত দিন পর্যন্ত মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে শুধুমাত্র জরিমানা করা হত। জেল হওয়ার তেমন সম্ভাবনা ছিল না। এক্ষেত্রে যাঁরা বারবার জরিমানা দিতে অস্বীকার করতেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হত। জরিমানা না দিলে এই সংক্রান্ত যাবতীয় নথি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারের (RTO) কাছে পাঠিয়ে দেওয়া হত। সেই মতো ওই অপরাধীর বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করা হত এবং তাকে হিয়ারিংয়ের ডেট দেওয়া হত। এর পরও যদি কাজ না হয়, তাহলে লাইসেন্স সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
তবে নতুন আইনে বদল আসতে পারে। শুধু জরিমানা নয়, জেল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ। ৪ জানুয়ারি থেকে পথে নেমে ১২১টি টু-হুইলার, ২৩টি ফোর-হুইলার ও ১১টি থ্রি-হুইলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কয়েক দিনে সব মিলিয়ে মোট ১৫৫জন বাইক আরোহীকে IPC-এৎ ২৭৯ ধারার অধীনে আটক করা হয়েছে। FIR দায়ের করাও শুরু হয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে মুম্বই ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনার যশস্বী যাদব (Yashasvi Yadav) জানিয়েছেন, ভুল সাইডে গাড়ি চালালে বা রেসিং করলে দুর্ঘটনার সম্ভাবনা সব চেয়ে বেশি। এতে প্রাণহানি পর্যন্তও ঘটতে পারে। তবে এবার সচেতন হতে হবে। এবার রাস্তায় কোনও রকম নিয়ম ভাঙলে, তা আর বরদাস্ত করা হবে না। যদি কেউ ট্র্যাফিক নিয়ম ভাঙেন বা বেপরোয়াভাবে গাড়ি চালান, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। কোনও ভাবেই তাদের ছাড়া হবে না। প্রয়োজনে গাড়ির নম্বর ট্র্যাক করে, অপরাধীদের বাড়ি গিয়ে আটক করা হবে।
advertisement
এর পাশাপাশি বেশ কিছু তথ্যও তুলে ধরা হয়েছে মুম্বই পুলিশের বিরুদ্ধে। সেই অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রে নিয়ম ভাঙে বাইক-আরোহীরা। এর পরিমাণ প্রায় ৭৮ শতাংশ। এক্ষেত্রে স্থানীয় গ্রুপ বা রেসিং গ্যাংগুলির উপর নজর রাখা হয়েছে। চুরি যাওয়া বাইকের নথিকেও যাচাই করা হচ্ছে। তাছাড়া ট্রাফিক পুলিশকর্মীরা সদা তৎপর। ভিডিও ফুটেজকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে সংশ্লিষ্ট অপরাধীদের বাড়িতেও চালান পাঠানো হচ্ছে।
advertisement
এক্ষেত্রে IPC-এর ২৭৯ ধারা অনুযায়ী, অপরাধীদের ১,০০০ টাকার জরিমানা বা ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। ক্ষেত্র বিশেষে জেল-জরিমানা দুই হতে পারে। বর্তমানে এই সম্পর্কিত একাধিক বিষয়ে পর্যালোচনা করছে পুলিশ-প্রশাসন। সব ঠিক থাকলে আগামী এক-দুই মাসের মধ্যেই বলবৎ হতে পারে নতুন আইন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেপরোয়া ড্রাইভিংয়ে এবার হতে পারে ৬ মাস পর্যন্ত জেল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement