আজ রথযাত্রা, পুরীতে হাজির লক্ষ লক্ষ ভক্ত

Devotees take part in the annual Rath Yatra, or chariot procession, in Puri.( REUTERS)

Devotees take part in the annual Rath Yatra, or chariot procession, in Puri.( REUTERS)

  • Last Updated :
  • Share this:

    #পুরী: আজ রথযাত্রা ৷ আজকের দিনে রথে চড়ে সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ ৷ জগন্নাথদেবের এই রথযাত্রা ঘিরে সাজ সাজ রব গোটা দেশে ৷ পুরী থেকে কলকাতা, হুগলি থেকে আমেদাবাদ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা ৷

    রীতি অনুসারে শনিবার ভোর তিনটে থেকে পুরীতে শুরু হয়েছে বিশেষ পূজা-অর্চনা ৷ পূজা শেষ হলে বিশেষ কাঠে তৈরি তিনটি সুসজ্জিত রথে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসিয়ে শুরু হয পুরীর রথ যাত্রা ৷

    জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম বসবেন তালধ্বজ রথে আর দর্পদলন রথে উঠবেন সুভদ্রা ৷ প্রত্যেকটি রথের একটি বিশেষত্ব রয়েছে ৷

    জগন্নাথের নন্দীঘোষ রথের উচ্চতা ৪৪ ফুট ৷ রথের উপরে থাকে গরুড়ধ্বজ ৷ জগন্নাথের রথের ১৬ টি চাকা ৷ বলরাম অর্থাৎ তালভদ্রের রথের মাথায় থাকে তালধ্বজ ৷ এই পতাকায় আঁকা থাকে তালবৃক্ষ ৷ তালধ্বজ রথের উচ্চতা ৪৩ ফুট ৷ ১৪ চাকায় চলে এই রথ ৷ সুভদ্রার রথের উচ্চতা ৪২ ফুট ৷ তাতে রয়েছে ১২ টা চাকা ৷ রথের মাথায় শোভা পায় পদধ্বজ ৷ এই তিনটি রথের রথীর নাম দারুক ৷ ভারতের বিভিন্ন প্রান্তের স্থাপত্যের মিশেলে তৈরি হয়েছে এই রথগুলি ৷ রথের আকৃতি জৈনস্তূপের মতো ৷ দক্ষিণ ভারতীয় দেশর বা নথ, পূর্ব ভারতীয় দেউল ও উত্তর ভারতীয় ধাঁচের নাগরের তৈরি হয়েছে পুরীর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ ৷ রথের রশিতে টান দিতে গোটা দেশ থেকে পুরীতে হাজির হয়েছেন লক্ষ লক্ষ ভক্ত ৷

    রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রচুর লোকের সমাগম হয়েছে পুরীতে ৷ ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ ও প্রশাসন ৷ মানুষের ভিড় সামলে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ ৷ জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ৷ শুধু রথের রাস্তাতেই নয়, রেল স্টেশন, বাস ও বিমানবন্দরেও রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ৷

    First published:

    Tags: Jagannath, Puri, Ratha Yatra 2018, Ratha Yatra Festival