#পুরী: আজ রথযাত্রা ৷ আজকের দিনে রথে চড়ে সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ ৷ জগন্নাথদেবের এই রথযাত্রা ঘিরে সাজ সাজ রব গোটা দেশে ৷ পুরী থেকে কলকাতা, হুগলি থেকে আমেদাবাদ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা ৷
রীতি অনুসারে শনিবার ভোর তিনটে থেকে পুরীতে শুরু হয়েছে বিশেষ পূজা-অর্চনা ৷ পূজা শেষ হলে বিশেষ কাঠে তৈরি তিনটি সুসজ্জিত রথে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসিয়ে শুরু হয পুরীর রথ যাত্রা ৷
জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম বসবেন তালধ্বজ রথে আর দর্পদলন রথে উঠবেন সুভদ্রা ৷ প্রত্যেকটি রথের একটি বিশেষত্ব রয়েছে ৷
জগন্নাথের নন্দীঘোষ রথের উচ্চতা ৪৪ ফুট ৷ রথের উপরে থাকে গরুড়ধ্বজ ৷ জগন্নাথের রথের ১৬ টি চাকা ৷ বলরাম অর্থাৎ তালভদ্রের রথের মাথায় থাকে তালধ্বজ ৷ এই পতাকায় আঁকা থাকে তালবৃক্ষ ৷ তালধ্বজ রথের উচ্চতা ৪৩ ফুট ৷ ১৪ চাকায় চলে এই রথ ৷ সুভদ্রার রথের উচ্চতা ৪২ ফুট ৷ তাতে রয়েছে ১২ টা চাকা ৷ রথের মাথায় শোভা পায় পদধ্বজ ৷ এই তিনটি রথের রথীর নাম দারুক ৷ ভারতের বিভিন্ন প্রান্তের স্থাপত্যের মিশেলে তৈরি হয়েছে এই রথগুলি ৷ রথের আকৃতি জৈনস্তূপের মতো ৷ দক্ষিণ ভারতীয় দেশর বা নথ, পূর্ব ভারতীয় দেউল ও উত্তর ভারতীয় ধাঁচের নাগরের তৈরি হয়েছে পুরীর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ ৷ রথের রশিতে টান দিতে গোটা দেশ থেকে পুরীতে হাজির হয়েছেন লক্ষ লক্ষ ভক্ত ৷
রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রচুর লোকের সমাগম হয়েছে পুরীতে ৷ ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ ও প্রশাসন ৷ মানুষের ভিড় সামলে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব সম্পন্ন করতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ ৷ জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ৷ শুধু রথের রাস্তাতেই নয়, রেল স্টেশন, বাস ও বিমানবন্দরেও রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagannath, Puri, Ratha Yatra 2018, Ratha Yatra Festival