লালুর ছেলের বিয়েতে চাঁদের হাট, নিমন্ত্রিত ১০ হাজার

Last Updated:

লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের বিয়েতে চাঁদের হাট বসচে চলেছে যাদব পরিবারে ৷ ইতিমধ্যেই ছেলের বিয়েতে যোগ দিতে তিন দিনের প্যারোলে পরিবারের মাঝে লালুপ্রসাদ

#পটনা: লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের বিয়েতে চাঁদের হাট বসতে চলেছে যাদব পরিবারে ৷ ইতিমধ্যেই ছেলের বিয়েতে যোগ দিতে তিন দিনের প্যারোলে পরিবারের মাঝে লালুপ্রসাদ ৷ পটনার এই হাই প্রোফাইল বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ১০ হাজার ৷ বিয়ে বাড়ির মেনু কার্ডের নকশা থেকে বিয়ের তত্ত্ব , সানাইয়ের রোশনাই থেকে আড়ম্বর সব কিছুই জানান দিচ্ছে কতখানি স্পেশ্যাল এই বিয়ে ৷
সূত্রের খবর এই  বহু চর্চিত বিয়ে বাড়ি আলোকিত করতে বেশ কয়েকজন ভিআইপি উপস্থিত থাকবেন ৷ এই ভিআইপি তালিকায় কার না নাম নেই ৷ সনিয়া গান্ধি, নীতীশ কুমার, অখিলেশ যাদব, দিগ্বিজয় সিং প্রমুখ ৷ জানা গিয়েছে আগামীকাল এক বিশেষ বিমানে এই ভিআইপিরা উপস্থিত হবেন ৷
advertisement
advertisement
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারছেন না এই বিয়ে বাড়িতে, মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম ৷
বিয়ে বাড়ির অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এক প্রফেশন্যাল ক্যাটারিং সংস্থাকে ৷ বিয়ে বাড়িতে লালুপ্রসাদের উপস্থিতি পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছে ঠিকই, তারই মাঝে লালুর ৬ সপ্তাহের জামিনের সুখবর সেই হাসিকে আরও চওড়া করেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
লালুর ছেলের বিয়েতে চাঁদের হাট, নিমন্ত্রিত ১০ হাজার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement