মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপোর বাড়িতে আয়কর দফতরের হানা

Last Updated:
#ভোপাল: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ ভোটের মুখে সজাগ আয়কর দফতর ৷ দিল্লি, ভোপাল, ইন্দোর এবং গোয়ার মোট ৫০টি জায়গায় অভিযান চালাল আয়কর দফতর ৷ সবমিলিয়ে মোট ৯ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ আয়কর দফতরের অভিযানের তালিকায় ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো এবং কমলনাথ-ঘনিষ্ঠ এবং প্রাক্তন পুলিশ অফিসার প্রবীণ কাক্কর এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার ৷
রবিবার সকালে ইন্দোরে প্রবীণ কাক্করের বাড়িতে হানা দেয় আয়কর দফতর ৷ অন্যদিকে, দিল্লিতে রাজেন্দ্র কুমারের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সূত্রের খবর, প্রবীণ এবং রাজেন্দ্রর বাড়ি-সহ ছ’জায়গায় অভিযান চালিয়ে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
advertisement
advertisement
১৫ জন সদস্যের একটি টিম দিল্লিতে রাজেন্দ্রর বাড়িতে তল্লাশি চালায় ৷ রবিবার ভোর ৩টে নাগাদ অভিযান চালায় আয়কর দফতরের কর্মীরা ৷
রাতুল পুরির বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর ৷ অগস্তা কাণ্ডে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে রাতুলের বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে রাতুল ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপোর বাড়িতে আয়কর দফতরের হানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement