উইঙ্গ কমান্ডার অভিনন্দনের ভাইরাল হওয়া ১১টি ভিডিওই ইউটিউবকে সরানোর নির্দেশ কেন্দ্রের

Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে সব জল্পনার অবসান ৷ আগামিকাল, শুক্রবার ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান ৷ পাক সংসদে আজ, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷
বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশ থেকে ভারতের মিগ-২১ বিমানকে গুলি করে নামায় পাকিস্তান ৷ পাক সেনার হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ তিন দিন পর অবশেষে মুক্তি পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার এই হাই র‍্যাঙ্কের অফিসার ৷ তবে এরই মধ্যে অভিনন্দনের পাকিস্তানে আটকে পড়ার পর বিভিন্ন ভিডিও ইউটিউবে ছেয়ে গিয়েছে ৷ যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ সেই ভিডিওগুলি অবিলম্বে সরিয়ে দেওয়ার জন্য ইউটিউবকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি দফতরের তরফে এদিন উইঙ্গ কমান্ডার অভিনন্দন বর্তমানের পাকিস্তানে বন্দি থাকাকালীন শ্যুট করা ১১টি ভিডিওই লিঙ্কই ডিলিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
পাকিস্তান এর আগে দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার দুই পাইলটকে তারা আটক করেছে ৷ ভারত সেই দাবি উড়িয়ে দেয় ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বিবৃতিতে জানায়, অ্যাকশনের সময় একজন ভারতীয় পাইলট নিখোঁজ হয়েছেন ৷ তিনি পাকিস্তানের হাতে আটক হয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উইঙ্গ কমান্ডার অভিনন্দনের ভাইরাল হওয়া ১১টি ভিডিওই ইউটিউবকে সরানোর নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement