International Yoga Day 2021: মুম্বইয়ে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন মুসলিম মহিলারাও

Last Updated:

মুম্বইয়ের মাধব বাগ হলে এদিন যোগাসনের আয়োজন করা হয়েছিল ৷

মুম্বই: আজ, সোমবার ২১ জুন বিশ্ব যোগ দিবস (International Yoga Day 2021) পালিত হচ্ছে। এই দিনটিকে যোগ দিবসও বলা হয়। যোগা হল প্রাচীণ শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। ভারতে আজও এই প্রথা প্রচলিত আছে। ভারতের বাইরে যোগাসন এখন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে।
মুম্বইয়ের মাধব বাগ হলে এদিন যোগাসনের আয়োজন করা হয়েছিল ৷ সমস্ত কোভিড বিধি মেনেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যোগ দিয়েছিলেন সেখানে ৷ উল্লেখ্য অনেক সংখ্যায় মুসলিম মহিলারাও অংশ নিয়েছিলেন এই যোগাসন ওয়ার্কশপে ৷ বোরখা পরেই বেশ কয়েকজন মহিলারা এসেছিলেন যোগাসন করতে ৷ তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা এই প্রথমবার যোগ দিবসে অংশ নিয়েছিলেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
International Yoga Day 2021: মুম্বইয়ে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন মুসলিম মহিলারাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement