• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ধর্ষণ মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন ঋতব্রত

ধর্ষণ মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন ঋতব্রত

ritabrata banerjee

ritabrata banerjee

ধর্ষণ মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন ঋতব্রত

 • Share this:

   #কলকাতা: ধর্ষণের অভিযোগে সিআইডি-র হাজিরা এড়ালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ সিআইডি দফতরে আসার জন্য তাঁকে নোটিস দেওয়া হয়। কিন্তু, হাজিরা দেননি বহিষ্কৃত সিপিএম সাংসদ। এমনকি সিআইডি-র সঙ্গে যোগাযোগও করেননি তিনি। তাঁর বিরুদ্ধে বালুরঘাট থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন নম্রতা দত্ত নামে এক তরুণী। ওই তরুণীর বিরুদ্ধে গড়ফা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত।

  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। বহিষ্কৃত সিপিএম সাংসদের সঙ্গে ছবি পোস্ট। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছেন বালুরঘাটের বাসিন্দা নম্রতা দত্ত। মঙ্গলবার ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করেন তিনি।

  ইতিমধ্যে নম্রতার বিরুদ্ধে গড়ফা থানায় পালটা অভিযোগ দায়ের করেছে ঋতব্রত। তাঁর দাবি, বিভিন্ন সময় নানা সুযোগ সুবিধা নিয়েছিলেন নম্রতা। পরে টাকার জন্য বিভিন্ন রকম ভাবে চাপ, এমনকী হুমকিও দেন তিনি। যদিও তা এক বাক্যে উড়িয়ে দিয়েছেন নম্রতা। কোনও সুযোগ সুবিধে নেওয়া তো দূর উলটে ব্যাঙ্কের নথি দেখিয়ে ঋতব্রতকে টাকা দেওয়ার দাবি করেছেন তিনি।

  শারীরিক সম্পর্ক গোপন রাখতে ঋতব্রত তাকে টাকা দেন বলে দাবি করেছেন নম্রতা। বুধবার আদালতে গোপন জবানবন্দি দেন নম্রতা। তার ভিত্তিতেই এই ঘটনায় তদন্তের কাজ শুরু করেছে সিআইডি। ইতিমধ্যে বেশ কিছু তথ্য হাতে এসেছে গোয়েন্দা পুলিশের। সে কারণেই ভবানীভবনে ঋতব্রতকে তলব করা হয়েছে।

  First published: