Rail: পণ্য পরিবহণে জোর বাড়াতে আগ্রহী উত্তর-পূর্ব সীমান্ত রেল

Last Updated:

Rail: গতি শক্তি কার্গো টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেনউত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার...

News18
News18
কলকাতাঃ পিএম গতি শক্তি ফ্রেমওয়ার্কের অধীনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য পরিবহনের লজিস্টিক্সকে বাড়ানোর জন্য এবং কার্গো ব্যবস্থাপনার পরিকাঠামোকে সুবিন্যস্ত করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের যে-অঙ্গীকার রয়েছে, তার অংশ হিসাবে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় নতুন গতি শক্তি কার্গো টার্মিনাল তৈরি করার কাজ চলছে। সেই সব কাজের অগ্রগতি মূল্যায়ন করার জন্য মালিগাওঁতে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব।
২৫-০২-২০২৫ তারিখে রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ অসম ২.০-তে ঘোষণা করেন শিলচরের নিকটে মৈনারবন্দ এবং যোরহাটের নিকটে চিনামারায় বিদ্যমান দুটি টার্মিনাল ছাড়াও অসমে ছয়টি নতুন গতি শক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হচ্ছে। গতি শক্তি কার্গো টার্মিনালগুলি হলো কার্গোর দ্রুত এবং আরও দক্ষ পরিচালনার জন্য প্রধান শিল্প অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে নির্মিত অত্যাধুনিক লজিস্টিক টার্মিনাল।
advertisement
আরও পড়ুনঃ টুকটুকে লাল ‘এই’ ফল রক্ত থেকে নিংড়ে নেয় ‘বদ’ কোলেস্টেরল! জেট গতিতে কমায় ওজন! নিয়ন্ত্রণে হার্টের রোগ, ক্যানসারের ঝুঁকি
টার্মিনালগুলি অত্যাধুনিক সুবিধার সাথে সজ্জিত, যা অঞ্চলটির পণ্যবাহী লজিস্টিকের কর্মক্ষমতা উন্নত করবে এবং লজিস্টিক ব্যয় হ্রাস করবে, এর ফলে ভারতে লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স (এলিপিআই)-তে নিজেদের অবস্থান উন্নত করতে সক্ষম হবে।যে সব গতি শক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হচ্ছে, সেগুলির মধ্যে একটির কাজ হচ্ছে অসমের কামরূপ গ্রামীণ জেলার বাইহাটাতে। এটি নির্মাণ করছে বিআর ট্রান্সকন লিমিটেড।
advertisement
advertisement
এই টার্মিনালে নানা ধরনের সুযোগ-সুবিধা থাকছে। যেমন, তিনটি নতুন পণ্য লাইন, একটি ইলেকট্রনিক ইন-মোশন ওয়েব্রিজ, পণ্যের জন্য দুটি প্ল্যাটফর্ম সহ টেকসই পণ্য সঞ্চালন এলাকা, সারাদিন ও সারা রাত অপারেশন চালিয়ে যাওয়ার জন্য হাই মাস্ট লাইটিং এবং অটোমোবাইলগুলিকে নিয়ে কার্যকর ভাবে কাজ করার জন্য বিশেষ র‌্যাম্প। আশা করা হচ্ছে, প্রত্যেক মাসে এই টার্মিনালে ২৫টির বেশি ফ্রেট রেক পরিচালনা করে যাবে। সংশ্লিষ্ট আধিকারিকদের জিএম শ্রী শ্রীবাস্তব এই নির্দেশ দিয়েছেন যে, আগামী এক মাসের মধ্যে এই কাজ যেন নিশ্চিত ভাবে সম্পূর্ণ করা হয়। একইরকম ভাবে, জোগীঘোপা মাল্টি মোডাল লজিস্টিক্স পার্কেও গতি শক্তি কার্গো টার্মিনালের কাজ অনেক দূর এগিয়েছে। এই কাজ ২০২৫-এর মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ১ চামচের বেশি একটুও নয়…! ‘এই’ মশলা কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা কমায়, বাড়ে হিমোগ্লোবিন! তবে ছোঁবেনও না ‘এঁরা’
এই সমস্ত কার্গো টার্মিনালগুলির স্থাপন ভারতীয় রেলওয়ের পণ্যবাহী লজিস্টিক আধুনিকীকরণ এবং মাল্টিমোডাল সংযোগ বৃদ্ধির লক্ষ্যকে সাহায্য করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে পরিকাঠামো এবং পরিচালনামূলক দক্ষতা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক বিকাশ এবং লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করবে।​
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail: পণ্য পরিবহণে জোর বাড়াতে আগ্রহী উত্তর-পূর্ব সীমান্ত রেল
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement