Indian Railways Festive special train| পুজোয় বড় উপহার রেলের, রাঁচি থেকে বৈষ্ণোদেবী ঘুরে আসতে পারেন স্পেশাল ট্রেনে

Last Updated:

Indian Railways Festive special train| আগামী সপ্তাহ থেকেই যাত্রা শুরু করছে IRCTC এই বিশেষ ট্রেন। 

পুজোয় বড় সুখবর রেলের।
পুজোয় বড় সুখবর রেলের।
#রাঁচি: পুজোর ছুটিতে বেড়াতে যাবেন? ট্রেনে করে ঘুরে আসতে পারেন বৈষ্ণোদেবী। কলকাতা থেকে বৈষ্ণোদেবী অবধি তীর্থযাত্রী বিশেষ পর্যটন ট্রেন শুরু করছে ভারতীয় রেলের সংস্থা IRCTC। ২০২১-২২ অর্থবর্ষে তীর্থযাত্রী স্পেশাল পর্যটন ট্রেন চালানোর জন্য রেলওয়ে বোর্ড একটা বিজ্ঞপ্তি জারি করেছিল। এই ট্রেনে অবশ্য সুযোগ পাবেন পড়শি রাজ্যের বাসিন্দারাও।
আই আর সি টি সি সূত্রে খবর, এই ট্রেন যাত্রা শুরু করবে ১২ তারিখ। এই ট্রেন রাঁচী থেকে যাত্রা শুরু করে বৈষ্ণোদেবী-হরিদ্বার-ঋষিকেশ-মথুরা-বৃন্দাবন-অযোধ্যা ভ্রমণ করবে৷ অযোধ্যায় রাম জন্মভূমি ভ্রমণ করবে এই ট্রেন। এই প্যাকেজে স্লিপার ক্লাস ও ৩ এসি ক্লাস বগি থাকবে। রাতের বিশ্রামের জন্যে কোথাও ধর্মশালা, কোথাও হোটেলের ব্যবস্থা থাকবে। নিরামিষ খাবার দেওয়া হবে। এছাড়া নন এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ করানো হবে। তবে গোটাটাই ভ্রমণ বিমার অন্তর্ভুক্ত। ধর্মশালা বা হোটেলে বাজেট ও ডিলাক্স দুটোই থাকবে৷ যারা বাজেট বিভাগের তাদের জন্যে খরচ হবে দিন পিছু ৯০০ টাকা।যারা ডিলাক্সে থাকতে চান তাদের জন্যে খরচ হবে দিন পিছু ১৫০০ টাকা।
advertisement
advertisement
যে সমস্ত স্টেশনে ট্রেন থামবে তা হল বোকারো স্টিল সিটি, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, মোকামেহ, বকতিয়ারপুর, পাটনা, আরা, বক্সার, পান্থ, দীনদয়াল উপাধ্যায় মার্গ।৮ রাত ও ৯ দিনের এই তীর্থযাত্রী স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে ভ্রমণের খরচ পড়বে বাজেট বিভাগের জন্যে জিএসটি সহ ৮৫০৫ টাকা।
advertisement
যারা ডিলাক্স ব্যবস্থা চান তাদের জন্য খরচ হবে জিএসটি সহ ১৪১৭৫ টাকা৷ কিভাবে বুকিং করবেন? একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। যার নাম্বার হল ৯৭৭১৪৪০০১৬, এছাড়া আই আর সি টি সি ওয়েবসাইট www.irctctourism.com অনলাইন বুকিং করতে পারবেন৷ আসানসোলে আই আর সি টি সি'র ফুড প্লাজা থেকেও বুকিং করতে পারবেন। আই আর সি টি সি গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্র জানিয়েছেন, "কোভিড প্রটোকল মেনেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য বিধি সম্পর্কে আমরা নিজেরা সচেতন। সব জায়গায় যথাযথ ব্যবস্থা করা আছে৷ যে খরচে ও সুবিধায় ঘুরিয়ে দেখানো হচ্ছে তা সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। আর এই রুট নিয়ে অনেক চাহিদা আমরা পাচ্ছি।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways Festive special train| পুজোয় বড় উপহার রেলের, রাঁচি থেকে বৈষ্ণোদেবী ঘুরে আসতে পারেন স্পেশাল ট্রেনে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement