৮৫ হাজার কোটি টাকার প্রকল্প পাশ করল প্রতিরক্ষা মন্ত্রক, সেনার হাতে আসবে আরও অস্ত্র
- Published by:Uddalak B
- Written by:Ilmaz Syed
Last Updated:
সম্প্রতি ঘটে যাওয়া তাওয়াং সেক্টের চিনা আগ্রাসনের পর জল্পনা ছিল তুঙ্গে। এই সপ্তাহেই একটি উচ্চ পর্যার বৈঠকে ভারতীয় সেনার নানান প্রজেক্টকে অনুমোদন দেওয়ার কথা ছিল।
#নয়াদিল্লি: তাওয়াঙের পর ৮৫ হাজার কোটি টাকার প্রজেক্ট পাশ প্রতিরক্ষা মন্ত্রকের। প্রকল্প পাশ করলেন রাজনাথ সিং। প্রজেক্টে লাইট ট্যাঙ্ক , মাউন্টেড আর্টিলেরি বা কামান-সহ সেনা, বায়ুসেনা নৌসেনা ও কোস্ট গার্ডের জন্য অসংখ্য অত্যাধুনিক অস্ত্রের কথা বলা আছে । ৫০ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে সেনার জন্য।
সম্প্রতি ঘটে যাওয়া তাওয়াং সেক্টের চিনা আগ্রাসনের পর জল্পনা ছিল তুঙ্গে। এই সপ্তাহেই একটি উচ্চ পর্যার বৈঠকে ভারতীয় সেনার নানান প্রজেক্টকে অনুমোদন দেওয়ার কথা ছিল। কথা মতোই হল কাজ। মোট ৮৫ হাজার কোটি টাকার ২১টি প্রজেক্টকে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা ও উপকূলরক্ষী বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র ও যন্ত্রাংশ কেনার জন্য এই প্রজেক্ট পাশ করা হয়েছে । রয়েছে প্রজেক্ট জোরাওয়ার ।
advertisement
advertisement
পার্বত্য এলাকায় লড়াইয়ের জন্য লাইট ওয়েট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করে সেনা। সেই মত ২৫ টন ওজনের জোরাওয়ার ট্যাঙ্কের কথা ভাবে সেনা। জানা যাচ্ছে, সেই জোরাওয়ার ট্যাঙ্ককে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। অরুনাচলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর এই ট্যাঙ্ক ব্যবহার করতে চায় সেনা। চিনা সেনাও এই একইরকম ট্যাঙ্ক ব্যবহার করে ওই এলাকায়। তাই জোরাওয়ার ট্যাঙ্ক চিন সীমানায় ভারতীয় সেনার শক্তি বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । ওজন কম হাওয়ায় পার্বত্য এলাকায় খুব দ্রুত গতিতে এই ট্যাঙ্ক চলতে করতে পারে । অ্যাকশনে ঝাঁপাতে পারবে খুব তাড়াতাড়ি ।
advertisement
প্রজেক্ট জোরাওয়ারের সঙ্গে আর্টিলারি বা টো-গান কেনার প্রজেক্টকেও অনুমোদন দেওয়া হয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে এই কামান ভারতের শক্তি বাড়াবে। বোফোর্সের পাশাপাশি ইজরায়েলের হাউইৎজার গান সিস্টেমও এবার স্থান পেতে পারে সীমান্তে । পাশাপাশি ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি ভেহিকেল, ড্রোন ও একাধিক আধুনিক অস্ত্র ও যন্ত্রাংশ কেনার পরিকল্পনাকেও অনুমোদন দেওয়া হয়েছে । তাওয়াঙের পর এই প্রজেক্ট মনোবলের সঙ্গে ভারতীয় সেনার জোর বাড়াবে বলেই মত সব মহলের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 8:37 PM IST