দিল্লির কৌশলী পদক্ষেপ, পাক-তদন্ত দলকে স্বাগত
Last Updated:
শত্রুকে নিজের ঘরে ঢুকে তদন্ত করতে দেওয়ার মতো নজিরবিহীন পদক্ষেপ নিল দিল্লি। ২৬/১১-এর পরেও যা হয়নি, তা হল পাঠানকোট কাণ্ডের পর। পাঠানকোট কাণ্ডে পাকিস্তানের তদন্ত শুধু নয়, তদন্তকারী দলকে এদেশে স্বাগত জানাল ভারত। কূটনৈতিক মহলের মতে, পাঠানকোট কাণ্ডে ইসলামাবাদের পিঠ চাপড়ে, আসলে প্রতিবেশীর কোর্টেই বল ঠেলে দিল ভারত। খোলা রাখল আলোচনার দরজাও।
#নয়াদিল্লি: শত্রুকে নিজের ঘরে ঢুকে তদন্ত করতে দেওয়ার মতো নজিরবিহীন পদক্ষেপ নিল দিল্লি। ২৬/১১-এর পরেও যা হয়নি, তা হল পাঠানকোট কাণ্ডের পর। পাঠানকোট কাণ্ডে পাকিস্তানের তদন্ত শুধু নয়, তদন্তকারী দলকে এদেশে স্বাগত জানাল ভারত। কূটনৈতিক মহলের মতে, পাঠানকোট কাণ্ডে ইসলামাবাদের পিঠ চাপড়ে, আসলে প্রতিবেশীর কোর্টেই বল ঠেলে দিল ভারত। খোলা রাখল আলোচনার দরজাও।
মৌলানা মাসুদ আজাহারকে আটকের খবর এলেও, ২৪ ঘণ্টার মধ্যেই তা খারিজ হয়ে গিয়েছে। তার পরেও ভারতে ঢুকে পাকিস্তানের তদন্তকারী দলকে তদন্ত করার অনুমতি দিল ভারত,এযাবতকালের মধ্যে যা ঘটেনি ৷ হঠাৎ করে পাকিস্তানের উপর আস্থা ? নাকি কুটুম্বিতা ? কুটনীতিকদের মতে এই সিদ্ধান্ত আসলে অনেক সুদূরপ্রসারী ফল দিতে পারে নয়াদিল্লিকে। বহুদিন ধরে প্রমাণ দিলেও জঙ্গি-যোগ অস্বীকার করেছে পাকিস্তান ৷ এমনকী মুম্বই হামলাতেও আইএসআই যোগ মানতে চায়নি তারা ৷ পাঠানকোটে নিয়ে আরও বেশি তথ্য-প্রমাণ রয়েছে ভারতের হাতে ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিমধ্যে পাঠানকোট আলোচ্য বিষয় হয়ে উঠেছে ৷ ফলে চাপ বাড়ছে নওয়াজ শরিফের উপরে৷ আগেই পাঠানকোট কাণ্ডে ইসলামাবাদের হাতে একাধিক তথ্যপ্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি। পাক জঙ্গিদের ছবি, হাতের ছাপ এবং কণ্ঠস্বরের নমুনা দেওয়া হয়েছে পাকিস্তানকে। জঙ্গিরা পাকিস্তানের যে যে নম্বরে ফোন করেছিল, তাও দেওয়া হয়েছে ইসলামাবাদকে। পাকিস্তানের তদন্তকারীদের সামনে আরও তথ্যপ্রমাণ দিতে পারলে আন্তর্জাতিক চাপ বাড়বে পাকিস্তানের উপর বলে মনে করছে কূটনৈতিক মহল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2016 7:41 PM IST