ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা, সংস্থাকে নোটিস পাঠাল কেন্দ্র

Last Updated:
#নয়াদিল্লি: ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ৷  কীভাবে ফেসবুকের তথ্য সংগ্রহ করে অ্যানালিটিকা ? ফেসবুকের তথ্যের কোথায় ব্যবহার হচ্ছে ? ভারতে তাদের পরিষেবা কারা নিয়েছে, জানতে চেয়ে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার ৷ আগামী ৩১ মার্চের মধ্যে নোটিসের জবাব না এলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷
ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ রয়েছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার উপর ৷ একারণে নোটিস পাঠিয়ে সংস্থার কাছ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানতে চেয়েছে এই তথ্য সংগ্রহ করে সংস্থা কী কাজ করবে ৷ অর্থাৎ ভারতীয় নাগরিকদের সম্পর্কে ফেসবুক থেকে পাওয়া তথ্য কোন কাজে ব্যবহার করা হবে ৷ এর পাশাপাশি সংস্থাকে এই দায়িত্ব কারা দিয়েছে ? কী ভাবে তথ্য আদায় করা হয়েছে এবং সংগৃহীত তথ্য কোন কাজে ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে ইত্যাদি নোটিসে কেমব্রিজ অ্যানালিটিকার কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্র ৷
advertisement
ফেসবুক থেকে তথ্য পাচারের ঘটনা সামনে আসতেই বিরোধীরা কাঠগড়ায় তুলেছেন মোদি সরকারকে ৷ টুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানান, কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে তাদের নাম যে জড়াবে, সেটা আগেই বুঝতে পেরেছিল বিজেপি ৷ তাই আগেভাগেই এই কাণ্ডে কংগ্রেস জড়িতে বলে ভুয়ো খবর ছড়াচ্ছে মোদি সরকার ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুক বিতর্কে নজরে কেমব্রিজ অ্যানালিটিকা, সংস্থাকে নোটিস পাঠাল কেন্দ্র
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement