আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য় ভারতের, রিল বিভাগে জয় পদক NDRF-এর

Last Updated:

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে৷ এই প্রতিযোগীতায় প্রায় ৬০টি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।

গর্বিত করল এনডিআরএফ
গর্বিত করল এনডিআরএফ
এই বছর অনুষ্ঠিত হল গোয়া আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপ ২০২৪৷ সেখানে ২৪ জন NDRF অফিসার ও রেসকিউ কর্মীর একটি দল অংশগ্রহণ করেছিলেন৷
সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে৷ এই প্রতিযোগীতায় প্রায় ৬০টি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য সোলো পারফরম্যান্সে, ২ ব্যাটালিয়ন NDRF-এর রেসকিউ কর্মী অসিত জর্দার সামগ্রিকভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেন৷ ভারতীয় প্রতিযোগীদের মধ্যে তিনি ৩য় স্থান অর্জন করেন।
advertisement
তাঁরা রিলে বিভাগে অসাধারণ দলগত দক্ষতা প্রদর্শন করেছে৷ যেখানে “NDRF Panthers,” “NDRF Lions,” এবং “NDRF Cheetah” ২০টি প্রতিযোগী দলের মধ্যে প্রথম তিনটি স্থান অর্জন করে পদক জয় করেছে।
advertisement
লিয়েন্ডার পেস বিজয়ী NDRF দলগুলিকে ট্রফি প্রদান করেছেন৷ এতে সমগ্র অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে৷ ২০২২ সালে NDRF এই প্রতিযোগীতায় প্রথমবার অংশগ্রহণ করে৷ তারপর থেকেই তাঁরা পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি করেছে৷
এই স্মরণীয় পারফরম্যান্স শুধুমাত্র NDRF-কে সম্মানিত করে না, বরং ভবিষ্যৎ প্রতিযোগীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করে৷ যা NDRF কর্মীদের সেবা এবং তার বাইরেও তাঁদের দৃঢ়তা, প্রতিশ্রুতি এবং ক্রীড়াশক্তিকে প্রতিফলিত করে।
বাংলা খবর/ খবর/দেশ/
আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্য় ভারতের, রিল বিভাগে জয় পদক NDRF-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement