বাড়ি ফিরল না জওয়ান সুনীল, অপেক্ষায় বসে স্ত্রী রেখা

Last Updated:

‘আমি এখনও বিশ্বাস করি তিনি বেঁচে আছেন ! তিনি আমাকে বলেছেন বিবাহবার্ষিকী বাড়িতে ফিরবেন’ ৷ কান্নায় ভেঙে পড়লেন জওয়ান সুনীল সূর্যবংশীর স্ত্রী রেখা৷ জওয়ান সুনীল সূর্যবংশী ৷

#নয়াদিল্লি: ‘আমি এখনও বিশ্বাস করি তিনি বেঁচে আছেন ! তিনি আমাকে বলেছেন বিবাহবার্ষিকী বাড়িতে ফিরবেন’ ৷ কান্নায় ভেঙে পড়লেন জওয়ান সুনীল সূর্যবংশীর স্ত্রী রেখা৷ জওয়ান সুনীল সূর্যবংশী ৷ প্রয়াত ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়ের সঙ্গে সিয়েচেনে পোস্টিং ছিলেন তিনি ৷ সেই ৯ জন জওয়ানের মধ্যে সুনীল একজন যে সিয়াচেনে মৃত্যুর কোলে ঢলে পড়ে তুষার ঝড়ের জেরে ৷
জীবিত অবস্থায় সিয়াচেন থেকে উদ্ধার করা হয় জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পাকে ৷ কোমায় চলে যান তিনি ৷ টানা দু’দিন চলে চিকিৎসা ৷ শেষমেশ শুক্রবারে মৃত্যুর কাছে হার মারলেন ল্যান্স নায়েক ৷ আর অন্যদিকে তুষারের মাঝেই প্রাণ হারালেন সুনীল সূর্যবংশী ৷
তৃতীয় বছরের বিবাহ বার্ষিকীতে বাড়ি আসবেন বলে ছুটিও নিয়েছিলেন জওয়ান সুনীল ৷ বাড়ি ফেরা আর হল না ৷ ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’-তেই বাড়ি আসার কথা ছিল সুনীলের ৷ স্ত্রী রেখা এখনও আছেন অপেক্ষায় ৷ তাঁর বিশ্বাসই হচ্ছে না, সুনীল আর নেই !
advertisement
advertisement
২৫ বছর বয়সি সূর্যবংশী সাতারার মাসকারওয়াড়ি গ্রামের বাসিন্দা ৷ যোগ দিয়েছিলেন মাদ্রাজের সেনা ব্যাটেলিয়ানে ৷ ২০১৫ সালের ডিসেম্বর মাসে হনুমানথাপ্পার সঙ্গেই সিয়াচেনে যোগ দিয়েছিলেন সুনীল ৷ ৩ ফেব্রুয়ারির তুষার ঝড়ে প্রাণ দিলেন তিনি ৷ বাড়ি থেকে সিয়াচেন যাওয়ার আগে স্ত্রীকে বলেছিলেন তিনি, খুব তাড়াতাড়িই ফিরব বাড়ি ৷ বাড়ির দেখাশোনা করও ৷ বলেছিল বাচ্চাদের খেলনাও কিনে দিতে ৷ সুনীলের বাড়ি ফেরা হল না ৷ সবই রয়ে গেল সিয়াচেনের বরফের তলায় !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ি ফিরল না জওয়ান সুনীল, অপেক্ষায় বসে স্ত্রী রেখা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement