উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ-রাহুল যুগলবন্দি, নির্বাচনে দুর্দান্ত ফলের আশায় সপা-কংগ্রেস টিম

Last Updated:

নির্বাচন নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতির মঞ্চ ৷ প্রথমে ভোট চিহ্ন ‘সাইকেল’ নিয়ে অখিলেশ ও মুলায়ম সিং যাদবের মধ্যে টক্কর ৷

#লখনউ: নির্বাচন নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতির মঞ্চ ৷ প্রথমে ভোট চিহ্ন ‘সাইকেল’ নিয়ে অখিলেশ ও মুলায়ম সিং যাদবের মধ্যে টক্কর ৷ আর তারপরই সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেস জোট ! সব মিলিয়ে গোটা দেশের নজর এখন উত্তর প্রদেশের দিকেই ৷
সপা ও কংগ্রেসের জোটের ঘোষণা করে রাজ বব্বর বলেন, এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের রণকৌশল সবার সামনে আনবে সপা ও কংগ্রেস জোট ৷
টিম রাহুল গান্ধি ও টিম অখিলেশের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে এই জোট ভোটের লড়াইয়ে নামলে তার ফলাফল দুর্দান্ত হতে পারে ৷ যা মাত করতে পারে পুরো নির্বাচনের লড়াইকে ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে মাঠে নামছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস ৷ শেষ পর্যন্ত ১০৫ আসনে জোট চুড়ান্ত হল হাত ও সাইকেলে ৷ সূত্রের খবর, সোনিয়া গান্ধি ও অখিলেশের আলোচনার পর ১০৫ আসনে রফা করে সপা ৷ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১০০টি আসন ছাড়তে সম্মত হল ৷ এরই সঙ্গে UP নির্বাচনে চুড়ান্ত হল সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট ৷
advertisement
এর আগে আসন নিয়ে তরজায় প্রায় ভাঙতে বসেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য রাজনৈতিক অ্যালায়েন্স ৷ প্রথমে কংগ্রেস নূন্যতম ১২০ টি আসনের দাবি জানালে শুরু হয় বিরোধ ৷ কংগ্রেসকে ৯৯-এর বেশি আসন দিতে নারাজ ছিল সমাজবাদী পার্টি ৷ পরে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির হস্তক্ষেপে ১০৫ আসনে রফা হয় ৷
যাদবকুলে গৃহযুদ্ধ শুরুর সময় থেকেই অখিলেশের সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশ নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ বাবার সঙ্গে সমস্যা চলাকালীন এই জোট গড়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন অখিলেশ যাদব ৷ কিন্তু মুলায়ম সিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হতেই কিঞ্চিৎ পিছিয়ে আসে সপা নেতা অখিলেশ৷ কিন্তু শেষ পর্যন্ত শনিবার রাতভর আলোচনা চলার দুপক্ষই রফাসূত্র মেনে নিয়ে নতুন করে প্রস্তুতি নিয়ে ভোট ময়দানে নামতে প্রস্তুত ৷
advertisement
অখিলেশের দাবি, ৩০০ আসনে জিতে ক্ষমতায় ফিরবে সমাজবাদী পার্টি ৷ সেখানে কংগ্রেসের টার্গেট শুধুমাত্র বিধানসভা ভোটে জেতা ৷ শেষ নির্বাচনে উত্তরপ্রদেশে যথেষ্ট ভালো ফল করেছিল কংগ্রেস ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ-রাহুল যুগলবন্দি, নির্বাচনে দুর্দান্ত ফলের আশায় সপা-কংগ্রেস টিম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement