IAS Officer: স্বামী-স্ত্রী দুজনেই আইএএস অফিসার, নৃশংস রূপ সামনে এল স্বামীর! স্ত্রীর অভিযোগে স্তম্ভিত পুলিশও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
IAS Officer: আশিস মোদি নামে ওই অফিসার প্রায়শই মদ খেয়ে নিজের স্ত্রীকে মারধর করতেন।
নয়াদিল্লি: এক আইএএস অফিসারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল। স্ত্রী ভারতী দীক্ষিতের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আশিস মোদি নামে এক আইএএস অফিসার! শুধু তাই নয়, নিজের প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে নানা অনৈতিক কাজ চালিয়ে গিয়েছেন ওই অফিসার।
advertisement
জানা গিয়েছে, আশিস মোদি নামে ওই অফিসার প্রায়শই মদ খেয়ে নিজের স্ত্রীকে মারধর করতেন। শুধু তাই নয়, স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন তিনি। রাজস্থানের অর্থ দফতরের জয়েন্ট সেক্রেটারি ভারতী দীক্ষিতের এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আশিসও রাজস্থানেরই ‘সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন’ দফতরের ডিরেক্টর। দুজনেই ২০১৪ ব্যাচের আইএএস ক্যাডার।
advertisement
advertisement
ভারতী নামে ওই আইএএস অফিসারের দাবি, ”আমার বাবার ক্যান্সারের চিকিৎসার সময়ে পরিস্থিতির সুযোগ নিয়ে জোর করেই আমাকে বিয়ে করে আশিস। কিন্তু আমি প্রতারিত হয়েছি। আমাকে অনেক মিথ্যে বলেছিল আশিস। আর বিয়ের পর থেকেই আমার উপর নির্যাতন চালাত সে।’
advertisement
জানা গিয়েছে, মদ্যপানে আসক্ত আশিস। বাধা দিতে গেলে ভারতীকে মারধর করতেন তিনি। ওই আইএএস অফিসারের কথায়, ‘২০১৮–এ মেয়ে হওয়ার পরে এই সমস্যা আরও বড় আকার নেয়। অত্যাচারের জন্য তখন জয়পুর ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু মেটারনিটি লিভ শেষ হয়ে গেলে আমাকে ফের এখানে ফিরে আসতেই হয়।’ পুলিশ সূত্র খবর, আশিস ডিভোর্সও চাইছিলেন। কিন্তু রাজি ছিলেন না ভারতী।
advertisement
আর সেই ঘটনার জন্য একবার তাঁকে অপহরণ করে সরকারি গাড়িতে বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ করে রাখেন আশিস ও তাঁর কয়েকজন বন্ধুবান্ধব। এমনকী, বাবার সঙ্গে ফোনে কথা বলার সময়ে একবার মাথায় বন্দুক ঠেকিয়ে বাবাকে মিথ্যে বলতে বাধ্যও করানো হয়েছিল ভারতীকে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2025 5:26 PM IST

