হাসপাতালে শুয়ে আহত শিশু, মায়ের সঙ্গে কথা বলে কেঁদে ফেললেন আইএএস অফিসার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IAS Crying video viral: এক মায়ের যন্ত্রণা দেখে কেঁদে ফেললেন আইএএস অফিসার। সচরাচর এই ছবি দেখা যায় না।
#লখিমপুর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সড়ক দুর্ঘটনায় আহতদের অবস্থা জানতে হাসপাতালে পৌঁছেছিলেন তিনি। আর আহত এক বাচ্চাকে দেখে কেঁদে ফেললেন এই আইএএস অফিসার।
লখনউ ডিভিশনাল কমিশনার ডঃ রোশান জেকোব আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। হতাহতদের সঙ্গে দেখা করে তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি আহতদের সান্ত্বনাও দিচ্ছিলেন এবং কাঁদছিলেন।
দুর্ঘটনায় আহত শিশুর সঙ্গে দেখা করে তিনি নিজেই কেঁদে ফেলেন। তাঁর কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। উল্লেখ্য, বুধবার সকাল ৯টায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। এতে ৮ জন নিহত ও ৩৫ জন গুরুতর আহত হন। গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন- নেশার টাকা চাই! সরকারী অফিসের চেয়ার, টেবিল, জানালা, দরজা বেচে দিল পিওন
সকাল ১০টায় হাসপাতালে পৌঁছন কমিশনার ডাঃ রওশন জেকব। তিনি নিজেই হাসপাতালে আসা আহতদের সঙ্গে কথা বলেন। এক এক করে আহতদের বিছানায় গিয়ে তাঁদের অবস্থা জানতে চান। সেই সঙ্গে দ্রুত ও ভাল চিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন।
advertisement
রোগীদের সঙ্গে দেখা করার সময় তিনি হাসপাতালে ভর্তি একজন মাকে কাঁদতে দেখেন। চিকিৎসকদের কাছ থেকে সেই মায়ের সন্তানের খোঁজখবর নেন। চিকিৎসকরা কমিশনারকে জানিয়েছেন, ওই মহিলার শিশুর অবস্থা খুবই আশঙ্কাজনক।
বৃষ্টিতে এই মহিলার বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। দেওয়াল ধসে সেই মায়ের এক সন্তান মারা যায়। ওই শিশুচটির স্পাইনাল কর্ড ভেঙে যায়। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের কথা শোনার পর ডাক্তার রওশন জেকব শিশুটির মায়ের কাছে যান।
advertisement
মায়ের কাছে শিশুটির অবস্থা জানতে চাইলে আইএএস অফিসারের সামনে কান্নাকাটি শুরু করেন ওই মহিলা। শিশুটিও ব্যথায় কান্নাকাটি করে। শিশু ও মায়ের কষ্ট দেখে ডাঃ রওশন জেকবেরও চোখে জল চলে আসে।
#WATCH |Lakhimpur Kheri bus-truck collision: Lucknow Divisional Commissioner Dr Roshan Jacob breaks down as she interacts with a mother at a hospital&sees condition of her injured child
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 28, 2022
At least 7 people died&25 hospitalised in the accident; 14 of the injured referred to Lucknow pic.twitter.com/EGBDXrZy2C
advertisement
আরও পড়ুন- Manik Bhattacharya: শুক্রবার পর্যন্ত গ্রেফতার নয়, রক্ষাকবচ বাড়িয়ে মানিককে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
তিনি শিশুটির মাকে সান্ত্বনা দিয়ে বলেন, কেঁদো না বাবু, তুমি সুস্থ হয়ে যাবে। তিনি অবিলম্বে শিশুটির যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন। তিনি জানান, রেড ক্রসের তহবিল থেকে ওই শিশুর চিকিৎসা করানো উচিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 2:55 PM IST