Mumbai Husband Murder: বিয়ের প্রস্তাবে না স্ত্রীর, কাজে বেরিয়ে ফিরলেন না স্বামী! মুম্বইয়ে হাড় হিম করা ঘটনা, পুলিশের জালে যুবক

Last Updated:

মৃত ওই যুবকের নাম আবুবকর সুহাদলি মণ্ডল (৩১)৷ তাঁর ২১ বছর বয়সি স্ত্রীকে নিয়ে নভি মুম্বই এলাকায় থাকতেন তিনি৷

এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
সাম্প্রতিক সময়ে প্রেমিকদের সঙ্গে মিলে স্ত্রীরা স্বামীকে হত্যা করছেন, এমন একাধিক ঘটনা সামনে এসেছে৷ এবার নভি মুম্বইয়ে এক বিবাহিত যুবকের মৃত্যুর পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই যুবকের স্ত্রীকে অনেকদিন ধরেই বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন অন্য এক যুবক৷ কিন্তু তাঁর সেই প্রস্তাবে কিছুতেই রাজি হননি ওই তরুণী৷ সেই রাগ থেকেই ওই তরুণীর স্বামীকে খুন করে তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া সেই যুবক৷
মৃত ওই যুবকের নাম আবুবকর সুহাদলি মণ্ডল (৩১)৷ তাঁর ২১ বছর বয়সি স্ত্রীকে নিয়ে নভি মুম্বই এলাকায় থাকতেন তিনি৷ আমিনুর আলি আহমেদ নামে ২১ বছর বয়সি এক যুবক বারংবার আবুবকরের স্ত্রীকে প্রেম এবং বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন৷
advertisement
advertisement
সোমবার কাজে বেরিয়ে বাড়ি ফেরেননি আবুবকর৷ এ পরই পুলিশে স্বামীর নামে নিখোঁজ ডায়েরি করেন ওই তরুণী৷ পুলিশকে তিনি আরও জানান, আমিনুর নামে ওই যুবক তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ আবুবকর নামে ওই যুবককে খুন করেছে আমিনুর৷ হত্যার পর আলিবকরের দেহ একটি বস্তায় ভরে খালের মধ্যে ফেলে দেয় আমিনুর৷ প্রমাণ লোপাটের জন্য মৃতের পোশাক অন্যত্র ফেলে আসে সে৷ বুধবার সকালেই নিখোঁজ আবুবকরের দেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, নিজের এক বন্ধুকে নিয়ে এই খুন এবং দেহ লোপাটের চেষ্টা করে আমিনুর৷ দ্বিতীয় ওই অভিযুক্তেরও খোঁজ চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Husband Murder: বিয়ের প্রস্তাবে না স্ত্রীর, কাজে বেরিয়ে ফিরলেন না স্বামী! মুম্বইয়ে হাড় হিম করা ঘটনা, পুলিশের জালে যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement