ওষুধ দেওয়ার নাম করে রোগীর গোপনাঙ্গে হাত! হাসপাতালের ওয়ার্ড বয় গ্রেফতার

Last Updated:

ওই তরুণী জানান, ওষুধগুলি ঠিক মতো খাওয়ানোর ভার পড়েছিল মুকেশের উপর । ওষুধ দেওয়ার অছিলায় তাঁর গোপনাঙ্গে স্পর্শ করে মুকেশ ।

#মুম্বই: গুরুতর অভিযোগ উঠল মুম্বইয়ের মালাদ ইস্ট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে । ২৪ বছরের এক তরুণীর চাঞ্চল্যকর অভিযোগ ওই হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে । মুকেশ প্রজাপতি নামে বছর ত্রিশের ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ওই রোগিনী ও তাঁর পরিবারের অভিযোগ, যৌন হেনস্থা করেছে মুকেশ । সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে প্রজাপতিকে ।
হাসপাতাল সূত্রে খবর, মুকেশ প্রজাপতি ওই হাসপাতালে গত এক বছর ধরে কাজ করছে । ওই তরুণী অর্শের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন । তাঁর একটি অস্ত্রোপচার করার কথা ছিল । ওই তরুণী পুলিশ’কে জানিয়েছেন, অপারেশনের আগে চিকিৎসক তাঁকে কিছু ওষুধ দিয়েছিলেন । সেই ওষুধগুলি ঠিক মতো খাওয়ানোর ভার পড়েছিল মুকেশের উপর । ওষুধ দেওয়ার অছিলায় তাঁর গোপনাঙ্গে স্পর্শ করে মুকেশ । যৌন হেনস্থা করার চেষ্টা করে । সে সময় কিছু না বললেও অস্ত্রোপচার শেষ হওয়ার পর বাড়ির লোকদের এ বিষয়ে জানান তিনি । এরপরেই পুলিশে অভিযোগ জানানো হয় ।
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে মুকেশ প্রজাপতিকে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওষুধ দেওয়ার নাম করে রোগীর গোপনাঙ্গে হাত! হাসপাতালের ওয়ার্ড বয় গ্রেফতার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement