হোলির রঙে আজ রং মেলানোর দিন! দেশজুড়ে আজ হোলি উৎসব

Last Updated:

দেশজুড়ে রঙের খেলা। উৎসবে মেতে উঠবেন সকলে। হোলিতে নেড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা হয়।

#কলকাতা: হোলির রঙে আজ রং মেলানোর দিন। দেশজুড়ে রঙের খেলা। উৎসবে মেতে উঠবেন সকলে। হোলিতে নেড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা হয়। দোলের আগেও একই রকমভাবে নেড়া পোড়ার আয়োজন করা হয়। বলা হয়, ওই অগ্নিস্তূপে সমস্ত অশুভর আহুতি দেওয়া হয়। হোলি উৎসবের নেপথ্যে রয়েছেন শ্রীকৃষ্ণ ও প্রহল্লাদ।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রীকৃষ্ণ ও প্রহল্লাদ দু’জনই বিষ্ণুর অংশবিশেষ। রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহল্লাদ। সে ছিল একজন ধর্মপ্রাণ বালক। এই প্রহল্লাদকে আগুনে পুড়িয়ে মারার প্রচেষ্টা করেন হিরণ্যকশিপুরের বোন হোলিকা। সেই উদ্দেশে প্রহল্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেন কাশ্যপ কন্যা। হোলিকা ভেবেছিলেন, তিনি তাঁর মায়াবী ক্ষমতাবলে বেঁচে যাবেন এবং পুড়ে ছাই হয়ে যাবে প্রহল্লাদ। কিন্তু আদতে দেখা যায় তার উল্টোটাই হয়। বিষ্ণুভক্ত বালকের গায়ে এতটুকু আঁচও লাগেনি। অন্যদিকে আগুনে পুড়ে মৃত্যু হয় কাশ্যপ কন্যার। তারপর থেকেই এই অসুরীয় শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়কে উদযাপন করতে পালিত হয় হোলি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হোলির রঙে আজ রং মেলানোর দিন! দেশজুড়ে আজ হোলি উৎসব
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement