Himachal Pradesh Orphan Child: ঘুমের মধ্যেই অনাথ, হড়পা বানে ভেসে গেল বাবা-মা! দশ মাসের নিকিতার ভার নিল কে?

Last Updated:

এক রাতের মধ্যে বাবা-মা এবং ঠাকুমাকে হারানো ছোট্ট নিকিতাকে আশ্রয় দেয় প্রেম সিং নামে তার এক প্রতিবেশী৷

দশ মাসের শিশুকন্যা নিকিতা৷
দশ মাসের শিশুকন্যা নিকিতা৷
আচমকা হড়পা বানে ভেসে গিয়েছেন বাবা-মা৷ মৃত্যু হয়েছে ঠাকুমারও৷ হিমাচল প্রদেশের মান্ডির হড়পা বানে অনাথ হয়ে গিয়েছে দশ মাস বয়সি নিতিকা৷ সেই শিশুকন্যারই যাবতীয় দায়িত্ব নিল হিমাচল প্রদেশ সরকার৷ ওই শিশুকন্যাকে বড় করা, ভবিষ্যতে তার পড়াশোনা থেকে শুরু করে অন্য সব দায়িত্বই নেবে রাজ্য সরকার৷
নিতিকা হিমাচল প্রদেশের মান্ডির তালওয়ারার বাসিন্দা৷ ৩০ জুন রাতে বন্যার জল আটকাতে বাড়ির বাইরে যান নিতিকার বাবা ৩১ বছর বয়সি রমেশ৷ তাঁর পিছন রমেশের স্ত্রী রাধা দেবী (২৪) এবং মা পুর্ণুদেবীও (৫৪) রমেশের পিছন পিছন যান৷ কিন্তু তিনজনের কেউই ফিরে আসেননি৷ রমেশের দেহ পাওয়া গেলেও তাঁর স্ত্রী এবং মা এখনও নিখোঁজ৷
advertisement
এক রাতের মধ্যে বাবা-মা এবং ঠাকুমাকে হারানো ছোট্ট নিকিতাকে আশ্রয় দেয় প্রেম সিং নামে তার এক প্রতিবেশী৷ ওই ব্যক্তিই বলওয়ান্ত নামে নিকিতার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন৷ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন বলওয়ান্ত৷
advertisement
বর্তমানে নিজের এক আত্মীয়ের বাড়িতেই রয়েছে নিকিতা৷ যদিও হিমাচল প্রদেশ সরকারের প্রকল্প সুখ-আশ্রয় যোজনার অধীনে নিকিতার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য৷ ২০২৩ সালে অনাথ শিশুদের জন্য এই প্রকল্প চালু হয়৷ এই প্রকল্পের অধীনে অনাথ শিশুদের খাবার, জামাকাপড়, শিক্ষা, থাকার জায়গার ব্যবস্থা করার পাশাপাশি উচ্চশিক্ষা অথবা ব্যবসা শুরু করতেও সাহায্য করে রাজ্য সরকার৷
advertisement
হিমাচল প্রদেশের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি সংবাদসংস্থা পিটিআই জানিয়েছেন, ‘নিকিতা চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অফিসার- যাই হতে চায় না কেন, ওর কোনও কিছুরই অভাব হবে না৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh Orphan Child: ঘুমের মধ্যেই অনাথ, হড়পা বানে ভেসে গেল বাবা-মা! দশ মাসের নিকিতার ভার নিল কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement