প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়

Last Updated:

টানা দু’দিনের মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ জীবন যুদ্ধে হার মানলেন সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড় ৷

#নয়াদিল্লি: প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড় ৷ ৩৩ বছর বয়সেই স্তব্দ হয়ে গেল তাঁর হৃদপিন্ড ৷ তবে মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঁঞ্জা খেলেছিলেন তিনি ৷ নিয়তির হাতে শেষমেশ হার মারলেন জওয়ান হনুমানথাপ্পা ৷ বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতালে সকাল ১১.৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন জওয়ান ৷
টানা ৯দিনের লড়াই ৷ ৬ দিন ৩৫ বরফের নীচে ৷ আর তিনদিন হাসাপাতালের বিছানায় চিকিৎসাধীন ৷ সোমবার সিয়াচেনে উদ্ধারের পর থেকেই সঙ্কটজনক ছিল হনুমানথাপ্পার জীবন ৷ কোমায় চলে গিয়েছিলেন জওয়ান ৷ উদ্ধারের পর থেকে টানা তিনদিন ডাক্তারদের কড়া নজরে ছিলেন তিনি ৷ দিল্লির সেনা হাসপাতালে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে ৷ কাজ করছিল না জওয়ানের কিডনি, ফুসফুস ৷ বিকল হয়েছিল দেহের প্রায় সবকটা অঙ্গ-প্রতঙ্গ ৷ মৃত্যুর কাছে শেষমেশ হার মানলেন জওয়ান ৷ জওয়ান হনুমানথাপ্পার জন্য রইল শ্রদ্ধার্ঘ ৷
advertisement
মাদ্রাজ রেজিমেন্টের ১৯ নং ব্যাটালিয়নে যোগদান করে হনুমানথাপ্পা ৷ ২০০৩-২০০৬ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের মাহেরে পোস্টিং ছিল তাঁর ৷ সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে সক্রিয় সদস্য ছিলেন জওয়ান হনুমানথাপ্পা৷ ২০০৮-২০১০ রাষ্ট্রীয় রাইফেলসের হয়ে ফের জম্মু-কাশ্মীরে ৷ সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি ৷ ২০১০-২০১২ উত্তরভারতে জঙ্গি দমন অভিযানে যোগ দেন হনুমানথাপ্পা ৷ NDFB, ULFA জঙ্গি দমনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন জওয়ান ৷ সব জায়গায় এই কৃতিত্বের জন্য উচ্চ অক্ষাংশে পোস্টিং এর জন্য বেছে নেওয়া হয় হনুথাপ্পাকে ৷ ২০১৫-র ডিসেম্বর থেকে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কর্মরতকর্মরত ছিলেন ১৯৬০০ ফুট উচ্চতায় সোনম হেলিপ্যাডে ৷ জওয়ান হনুমানথাপ্পার জন্য রইল শ্রদ্ধার্ঘ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement