প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়

Last Updated:

টানা দু’দিনের মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ জীবন যুদ্ধে হার মানলেন সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড় ৷

#নয়াদিল্লি: প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড় ৷ ৩৩ বছর বয়সেই স্তব্দ হয়ে গেল তাঁর হৃদপিন্ড ৷ তবে মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঁঞ্জা খেলেছিলেন তিনি ৷ নিয়তির হাতে শেষমেশ হার মারলেন জওয়ান হনুমানথাপ্পা ৷ বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতালে সকাল ১১.৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন জওয়ান ৷
টানা ৯দিনের লড়াই ৷ ৬ দিন ৩৫ বরফের নীচে ৷ আর তিনদিন হাসাপাতালের বিছানায় চিকিৎসাধীন ৷ সোমবার সিয়াচেনে উদ্ধারের পর থেকেই সঙ্কটজনক ছিল হনুমানথাপ্পার জীবন ৷ কোমায় চলে গিয়েছিলেন জওয়ান ৷ উদ্ধারের পর থেকে টানা তিনদিন ডাক্তারদের কড়া নজরে ছিলেন তিনি ৷ দিল্লির সেনা হাসপাতালে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে ৷ কাজ করছিল না জওয়ানের কিডনি, ফুসফুস ৷ বিকল হয়েছিল দেহের প্রায় সবকটা অঙ্গ-প্রতঙ্গ ৷ মৃত্যুর কাছে শেষমেশ হার মানলেন জওয়ান ৷ জওয়ান হনুমানথাপ্পার জন্য রইল শ্রদ্ধার্ঘ ৷
advertisement
মাদ্রাজ রেজিমেন্টের ১৯ নং ব্যাটালিয়নে যোগদান করে হনুমানথাপ্পা ৷ ২০০৩-২০০৬ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের মাহেরে পোস্টিং ছিল তাঁর ৷ সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে সক্রিয় সদস্য ছিলেন জওয়ান হনুমানথাপ্পা৷ ২০০৮-২০১০ রাষ্ট্রীয় রাইফেলসের হয়ে ফের জম্মু-কাশ্মীরে ৷ সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি ৷ ২০১০-২০১২ উত্তরভারতে জঙ্গি দমন অভিযানে যোগ দেন হনুমানথাপ্পা ৷ NDFB, ULFA জঙ্গি দমনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন জওয়ান ৷ সব জায়গায় এই কৃতিত্বের জন্য উচ্চ অক্ষাংশে পোস্টিং এর জন্য বেছে নেওয়া হয় হনুথাপ্পাকে ৷ ২০১৫-র ডিসেম্বর থেকে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কর্মরতকর্মরত ছিলেন ১৯৬০০ ফুট উচ্চতায় সোনম হেলিপ্যাডে ৷ জওয়ান হনুমানথাপ্পার জন্য রইল শ্রদ্ধার্ঘ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত সিয়াচেনে উদ্ধার জওয়ান ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement