জানেন ক্যাটরিনা ও হানিপ্রীতের মধ্যে কী যোগ রয়েছে ?
Last Updated:
হানিপ্রীতের জিম প্রশিক্ষক জানিয়েছেন যে তার জীবনের আদর্শ ছিলেন ক্যাটরিনা কাইফ ৷
#রোহতক: রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকেই পাপাস অ্যাঞ্জেল হানিপ্রীত নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল তুঙ্গে ৷ সূত্রের বর, সীমান্ত পেরিয়ে নেপালে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত ৷ এই সুত্রে ধরে নেপাল সীমান্তে তল্লাশিও চালিয়েছে হরিয়ানা পুলিশ ৷ তবে এখনও তার কোনও হদিশ মেলেনি ৷
হানিপ্রীত ও বাবা রহিমকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ কখনও রাম রহিম ও হানিপ্রীতের সম্পর্ক নিয়ে তো কখনও তাদের জীবনযাপন নিয়ে ৷ সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীতের জিম প্রশিক্ষক জানিয়েছেন যে তার জীবনের আদর্শ ছিলেন ক্যাটরিনা কাইফ ৷ তার মতো ফিগার বানাতে চেয়েছিলেন তিনি ৷ এর জন্য দিনরাত জিমে কসরতও করতেন ৷ ধুম ৩ ছবিতে ক্যাটরিনার জিরো ফিগারের মতো ফিগার তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷
advertisement
ওয়ার্কআউটের মাঝপথে হঠাৎ হঠাৎ নাচতে শুরু করতেন। বেশিরভাগ সময়েই নাচতেন ক্যাটরিনা ধুম থ্রির গানে।
advertisement
হানিপ্রীতেক প্রশিক্ষকরা বিদেশ থেকে আসতেন ৷ প্রতিদিন প্রায় তিন ঘণ্টা জিম করতে তিনি ৷
জিমের প্রশিক্ষক আরও জানিয়েছেন, যদিও রাম রহিম ও হানিপ্রীত বাবা ও মেয়ে হিসেবে নিজেদের দাবি করতেন কিন্তু তারা বাবা-মেয়ের মতো আচরণ করতেন না ৷ তারা এক ঘরে থাকতেন ৷ কোনও সফরে গেলে হোটেলেও এক ঘরে থাকতেন ৷
advertisement
তিনি আরও জানান যে রাম রহিমের যে মহিলাদের পছন্দ ছিল তাদের যেভাবেই হোক তার ঘরে পাঠানো ৷ রাম রহিমের ইচ্ছাপূরণ করানোর জন্য মহিলাদের মাদক মেশানো পানীয় খাইয়ে বাবার ঘরে পাঠাতেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2017 10:40 AM IST