Gurugram Accident: চোখের পলকে সব শেষ, নাবালক চালকের গাড়ির চাকা পিষে দিল বছর সাতের খুদেকে, টেনে নিয়ে গেল অন্তত ২০ মিটার

Last Updated:

১৫ বছরের এক কিশোর অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। যোহনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর অন্তত ২০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়

Gurgaon Accident
Gurgaon Accident
গুরুগ্রাম: চোখের পলকে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! চাকার তলায় পিশে গেল বছর সাতের খুদে! গাড়িটা চালাচ্ছিল ১৫ বছরের এক নাবালক! দুর্ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের মারুতি কুঞ্জ-কৃষ্ণ কুঞ্জ এলাকায়। মৃতের নাম যোহান। পুলিশ জানিয়েছে, ১৫ বছরের এক কিশোর অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। যোহনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর অন্তত ২০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। দ্বিতীয় শ্রেণির ছাত্র যোহান বাবা মার একমাত্র সন্তান। দুর্ঘটনার দিন সন্ধে সাতটা নাগাদ যোহান তার বাবা অশ্বিনী কুমারের সঙ্গে রাস্তার ধারে এক চিকিৎসকের চেম্বারের সামনে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই সামনের সরু গলি থেকে দুরন্ত গতিতে ছুটে আসে একটি মারুতি এসএক্স৪ গাড়ি, যোহানকে সজোরে ধাক্কা মারে এবং বোনেটে তুলে অনেকটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
advertisement
বাসিন্দারা জানিয়েছেন, যে রাস্তা দিয়ে গাড়িটি আসছিল, তা এতটাই সরু যে ওই গতিতে চলা সম্ভবই নয়। এক প্রতিবেশী বলেন, “সবকিছু এক ঝটকায় হয়ে গেল। এই সরু লেন নিয়ে গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। আমরা একটি জোরাল শব্দ শুনতে পাই এবং কী হয়েছে দেখতে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি।”
advertisement
যোহানের বাবা অশ্বিনী কুমার ব্যবসায়ী, মা স্কুলশিক্ষিকা। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় যোহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভোঁদসি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি ওই নাবালকের বাবার নামে রেজিস্টার করা নয়। অনুমান, এটি সম্ভবত সেকেন্ড হ্যান্ড গাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Accident: চোখের পলকে সব শেষ, নাবালক চালকের গাড়ির চাকা পিষে দিল বছর সাতের খুদেকে, টেনে নিয়ে গেল অন্তত ২০ মিটার
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement