সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবরে জঙ্গি নিধন অভিযান
Last Updated:
#শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর ৷ মঙ্গলবার সকাল থেকে গুলির লড়াই শুরু দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কুন্দলন এলাকায় ৷ গোপন সূত্রে এদিন ওই এলাকায় ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনা ৷ জঙ্গিদের ঘিরে ফেলা হলে পাল্টা গুলি চালাতে শুরু করে তারা ৷ স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সেনা ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা ৷
সেনা সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই ভোররাতে অপারেশনের পরিকল্পনা করে সেনা ৷ জঙ্গি নিধন অভিযানের পরিকল্পনা মতোই শুরু হয় কাজ ৷ ৩৪ আরআর, এসওজি এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযানে নেমেছে ৷ বাইরে থেকে জঙ্গিদের বাঁচাতে পাথর নিক্ষেপকারীরা যাতে ঢুকতে না পারেন তার জন্য গোটা এলাকায় চলছে নাকা চেকিং৷ সোপিয়ানের কুন্দলনে বন্ধ করে দেওয়া হয়েছে ৷
advertisement
গোটা এলাকা ঘিরে জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও কোনও সাড়া পাওয়া যায় না ৷ উল্টে জওয়ানদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করলেই দ্রুত জবাব দেয় ভারতীয় জওয়ানরাও ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই ৷ অসমর্থিত সূত্রে, দুজনের আহত হওয়ার খবর মিলেছে ৷
advertisement
#UPDATE Shopian encounter: 5-6 terrorists are holed up in a house in Kundalan area; Evacuation of civilians from near by houses is underway pic.twitter.com/TymtVuOOGc
— ANI (@ANI) July 10, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2018 10:40 AM IST