বাইক আটকে আক্রান্ত গুজরাত পুলিশ

Last Updated:

ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বেধড়ক মার ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায়৷ ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকও ৷ সূত্রের খবর, বেপরোয়া বাইক আরোহীদের আটকানোর চেষ্টা করায় শুরু হয় বচসা ৷ তর্কাতর্কি বাড়তেই হাতাহাতি শুরু হয় কনস্টেবল ও বাইক আরোহীদের মধ্যে ৷ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷

#ভদোদরা: ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশকর্মী ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বেধড়ক মার ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায় ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকও ৷ সূত্রের খবর, বেপরোয়া বাইক আরোহীদের আটকানোর চেষ্টা করায় শুরু হয় বচসা ৷ তর্কাতর্কি বাড়তেই হাতাহাতি শুরু হয় কনস্টেবল ও বাইক আরোহীদের মধ্যে ৷ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷
মঙ্গলবার শান্তিলাল পারমার নামে এক কনস্টেবল তিন জন বাইক আরোহীকে দাঁড়াতে বলেন ৷ শান্তিলাল জানান, তিন জনে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিল ৷ তাই দেখেই তিনি তাঁদের বাইক থামাতে বলেন ৷ অন্যদিকে বাইক আরোহীদের অভিযোগ, অকারণে তাঁদের আটক করে মারধোর শুরু করেন কনস্টেবল ৷ এর জেরে দু’তরফের মধ্যে শুরু হয়ে যায় বচসা ও হাতাহাতি ৷ ঘটনা দেখে ভিড় জমে যায় সেখানে ৷ ক্ষিপ্ত জনতা চড়াও হয় কনস্টেবলের উপর ৷ প্রায় ৪০ জন মিলে বেধড়ক ভাবে মারেন কনস্টেবলকে ৷ উপস্থিত আরও তিন পুলিশকর্মী ঘটনাস্থলে এসে শান্তিলালকে উদ্ধার করার চেষ্টা করলে বাধা দেয় জনতারা ৷ পুলিশকর্মীদের থেকে শান্তিলালবাবুকে আলাদা করে ফের মারধর শুরু করেন তারা ৷ ভিডিও ফুটেজের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাইক আটকে আক্রান্ত গুজরাত পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement