বাইক আটকে আক্রান্ত গুজরাত পুলিশ

Last Updated:

ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বেধড়ক মার ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায়৷ ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকও ৷ সূত্রের খবর, বেপরোয়া বাইক আরোহীদের আটকানোর চেষ্টা করায় শুরু হয় বচসা ৷ তর্কাতর্কি বাড়তেই হাতাহাতি শুরু হয় কনস্টেবল ও বাইক আরোহীদের মধ্যে ৷ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷

#ভদোদরা: ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশকর্মী ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে বেধড়ক মার ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায় ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের বাইকও ৷ সূত্রের খবর, বেপরোয়া বাইক আরোহীদের আটকানোর চেষ্টা করায় শুরু হয় বচসা ৷ তর্কাতর্কি বাড়তেই হাতাহাতি শুরু হয় কনস্টেবল ও বাইক আরোহীদের মধ্যে ৷ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷
মঙ্গলবার শান্তিলাল পারমার নামে এক কনস্টেবল তিন জন বাইক আরোহীকে দাঁড়াতে বলেন ৷ শান্তিলাল জানান, তিন জনে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিল ৷ তাই দেখেই তিনি তাঁদের বাইক থামাতে বলেন ৷ অন্যদিকে বাইক আরোহীদের অভিযোগ, অকারণে তাঁদের আটক করে মারধোর শুরু করেন কনস্টেবল ৷ এর জেরে দু’তরফের মধ্যে শুরু হয়ে যায় বচসা ও হাতাহাতি ৷ ঘটনা দেখে ভিড় জমে যায় সেখানে ৷ ক্ষিপ্ত জনতা চড়াও হয় কনস্টেবলের উপর ৷ প্রায় ৪০ জন মিলে বেধড়ক ভাবে মারেন কনস্টেবলকে ৷ উপস্থিত আরও তিন পুলিশকর্মী ঘটনাস্থলে এসে শান্তিলালকে উদ্ধার করার চেষ্টা করলে বাধা দেয় জনতারা ৷ পুলিশকর্মীদের থেকে শান্তিলালবাবুকে আলাদা করে ফের মারধর শুরু করেন তারা ৷ ভিডিও ফুটেজের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাইক আটকে আক্রান্ত গুজরাত পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement