corona virus btn
corona virus btn
Loading

GST অর্থাৎ পণ্য পরিষেবা কর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

GST অর্থাৎ পণ্য পরিষেবা কর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

GST অর্থাৎ পণ্য পরিষেবা কর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • Share this:

#নয়াদিল্লি: অবশেষে চালু হতে চলেছে পণ্য পরিষেবা কর ৷ স্বাধীনতার পর থেকে করব্যবস্থায় এটাই সবথেকে বড় সংস্কার ৷ পয়লা জুলাই থেকে বদলে যেতে চলেছে পণ্য ও পরিষেবার কর কাঠামো ৷ শুক্রবার পরিষেবার উপর আরোপের জন্য নয়া চার স্তরের কর কাঠামো পেশ করল পণ্য ও পরিষেবা কর কাউন্সিল ৷

পণ্য পরিষেবার ওপর কী হারে কর? চূড়ান্ত করল জিএসটি কাউন্সিল। সর্বোচ্চ কর ২৮ শতাংশ, সর্বনিম্ন ৫ শতাংশ। কমছে খাদ্যপণ্য, পরিবহণ ও জরুরি পরিষেবার খরচ। মহার্ঘ হচ্ছে রেস্তোরাঁয় খাওয়া, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা। শিক্ষা ও স্বাস্থ্যকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে । টেলিকম, বিমা, হোটেল ও রেস্তোরাঁ পরিষেবার উপর ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল ৷

এক নজরে দেখে নিন নয়া কর কাঠামো--

-করযোগ্য সব পণ্য ও পরিষেবাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে -চারটি ভাগে করের হার ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ ---- -জিএসটির ওপর অন্য কোনও কর দিতে হবে না -কর আগে থেকে নির্দিষ্ট হওয়ায় কর সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে

যেসব ক্ষেত্রে কর লাগু হচ্ছে,

পরিবহণ -ট্রেন, বাসের টিকিট সহ সব পরিষেবায় কর সর্বনিম্ন অর্থাৎ ৫ শতাংশ -পেট্রোলিয়াম জিএসটির বাইরে থাকাতেই এই সিদ্ধান্ত -এতে টিকিটের দাম কমার আশা -এখন ট্রেন বা বাসের টিকিটের ওপর নির্দিষ্ট হারে কর দিতে হবে -জিএসটির বাইরে টিকিটের বিমার ওপর কর নেওয়া হতে পারে

পরিষেবা ক্ষেত্র -এসি ছাড়া হোটেল কাম বারে কর ১২ শতাংশ -এসি থাকলে কর নেওয়া হবে ১৮ শতাংশ -বার না থাকলেও এই করই ধার্য হবে -এখন হোটেলে ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশ -এর ওপর পরিষেবা কর ধার্য হয় -হোটেলে ঘরভাড়া দিনে ১ হাজারের কম হলে জিএসটি কার্যকর নয় -আড়াই থেকে পাঁচ হাজার টাকা ভাড়ার ঘরে কর ১৮ শতাংশ -বিলাসবহুল হোটেলের ক্ষেত্রে ২৮ শতাংশ কর চাপবে -একই হারে কর মাল্টিপ্লেক্স, রেসের মাঠ ও লাউঞ্জ বারে - দামি হচ্ছে সিনেমার টিকিট

টেলিকম -টেলিকম ও আর্থিক পরিষেবায় ১৮ শতাংশ কর -এখন সর্বনিম্ন ১৫ শতাংশ কর দিতে হয় মোবাইলের খরচ বাড়ার সম্ভাবনা

স্বাস্থ্য ও শিক্ষা -স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রকে জিএসটি থেকে ছাড় -পুরনো হারে কর চালু থাকছে -ছাড়ের আওতায় আছে প্রশিক্ষণের খরচ, উচ্চশিক্ষার জন্য ঋণ

খাদ্যপণ্য -খাদ্যপণ্য, দুধ, দুই, স্বাস্থ্যকর খাবারে জিএসটি কার্যকর নয় -১১৭৮টি পণ্যের ওপর জিএসটি চাপছে না -খাদ্যপণ্য ছাড়াও এই তালিকায় আছে ২৪৫টি জীবনদায়ী ওষুধ

উৎপাদন -গাড়ি, খনি, রসায়ন, ভোগ্যপণ্যে জিএসটি ১৮ থেকে ২৮ শতাংশ -দু-চাকার গাড়িতে কর ১৮ শতাংশ -দামি হতে পারে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, আমদানি করা মিউজিক সিস্টেম -দাম কমবে ফ্রিজ, টিভি সহ অন্য ভোগ্যপণ্যের

সোনায় কর -সোনা, বিড়ি ও সিগারেটের করের হার স্থির হবে পরবর্তী বৈঠকে -সোনায় ১২ শতাংশ ও বিড়িতে ৫ শতাংশ করের সম্ভাবনা -সিগারেটে ২৮ শতাংশ করের সুপারিশ জিএসটি কাউন্সিলের

অন্যদিকে সস্তা হল অ্যাপ ক্যাবের ভাড়া ৷ অ্যাপ ক্যাবের ক্ষেত্রে লাগু হবে ৫% কর ৷ মহার্ঘ্য হচ্ছে পাঁচ তারা হোটেল ও এসি বার ৷ ৫০ লক্ষ বার্ষিক আয়ের রেস্তোরায় ৫% কর লাগু হবে ৷ এসি ছাড়া রেস্তোরায় কর গুনতে হবে ১২% ৷ এসি বার কাম রেস্তোরায় ১৮% হারে কর আদায় করা হবে ৷ পাঁচ তারা হোটেলে খেলে কর গুনতে হবে ২৮% হারে ৷ রুম ভাড়া হাজার থেকে আড়াই হাজার হলে ১২% হারে কর দিতে হবে ৷

First published: May 19, 2017, 6:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर