PPF সহ বিভিন্ন স্বল্প সঞ্চয়ে কমছে সুদের হার
Last Updated:
স্বল্প সঞ্চয়ে সুদের হার কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ NSC ও প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার ০.২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: স্বল্প সঞ্চয়ে সুদের হার কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ NSC ও প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার ০.২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নতুন হার জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক থেকে কার্যকর হবে।বছরের শুরুতেই কেন্দ্রের এই সিদ্ধান্তে মাথায় হাত মধ্যবিত্তের ৷
স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দিল কেন্দ্র ৷ দেশের মধ্যবিত্ত নাগরিকদের সঞ্চয়ে বড়সড় প্রভাব ফেলতে চলেছে অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত ৷ফল আম-আদমির হাঁফফাঁস অবস্থা। তবে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন্স জমা প্রকল্পে সুদের হার পরিবর্তন করা হয়নি ৷
অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র ও সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এনএসসি ও পিপিএফে সুদের হার কমে হচ্ছে ৭.৬ শতাংশ। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে তা কমে হচ্ছে ৭.৩ শতাংশ। এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে হচ্ছে ৮.১ শতাংশ।
advertisement
advertisement
সুদ বাবদ আয় কমার পাশাপাশি স্টেট ব্যাঙ্কের নতুন নিয়মেও চাপে আম-আদমি। সেভিসং অ্যাকাউন্টে ন্যূনতম জমা না থাকলে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে এসবিআই গ্রাহকদের। গ্রামীণ ও শহরতলীর শাখাগুলিতেও চালু হচ্ছে এই নিয়ম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2017 11:02 AM IST