ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, দুই বছরে সর্বোচ্চ
Last Updated:
#নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, এপ্রিলের প্রথমেই বৃদ্ধি পাবে গ্যাসের দাম৷ দুই বছরে এবারই গ্যাসের দাম সর্বোচ্চ হতে চলেছে বলে আশঙ্কা। গ্যাসের দাম বাড়লে তাঁর প্রভাব পড়বে বাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও।
পয়লা এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে ব্রিটিশ থার্মাল ইউনিটের। প্রতি মিলিয় থার্মাল ইউনিটের দাম 2.89 ডলার থেকে বেড়ে 3.06 ডলারে দাঁড়াবে । আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করেই প্রতি ছমাসে পরিবর্তিত হয় প্রাকৃতিক গ্যাসের দাম। আমেরিকা, কানাডার গ্যাসের গড় দামের উপর ভিত্তি করেই উঠানামা করে গ্যাসের দাম । গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ও ইউরিয়ার দামও বাড়বে।
advertisement
বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৬৮৯, কলকাতায় ৭১১, মুম্বইতে ৬৬১ ও চেন্নাইয়ে ৬৯৯.৫০ টাকা ৷ অন্যদিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দিল্লিতে ৪৯৩.০৯ টাকা, কলকাতায় ৪৯৬.০৭ টাকা, মুম্বইয়ে ৪৯০.৮০ টাকাও চেন্নাইয়ে ৪৮১.২১ টাকা ৷এবার গ্যাসের মূল্যবৃদ্ধি হলে তা ২০১৬ সালের এপ্রিল-সেপ্টেম্বরের পরে হবে সর্বোচ্চ ৷
advertisement
পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 9:55 AM IST