ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, দুই বছরে সর্বোচ্চ

Last Updated:
#নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, এপ্রিলের প্রথমেই বৃদ্ধি পাবে গ্যাসের দাম৷ দুই বছরে এবারই গ্যাসের দাম সর্বোচ্চ হতে চলেছে বলে আশঙ্কা। গ্যাসের দাম বাড়লে তাঁর প্রভাব পড়বে বাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও।
পয়লা এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে ব্রিটিশ থার্মাল ইউনিটের। প্রতি মিলিয় থার্মাল ইউনিটের দাম 2.89 ডলার থেকে বেড়ে 3.06 ডলারে দাঁড়াবে । আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করেই প্রতি ছমাসে পরিবর্তিত হয় প্রাকৃতিক গ্যাসের দাম। আমেরিকা, কানাডার গ্যাসের গড় দামের উপর ভিত্তি করেই উঠানামা করে গ্যাসের দাম । গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ও ইউরিয়ার দামও বাড়বে।
advertisement
বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৬৮৯, কলকাতায় ৭১১, মুম্বইতে ৬৬১ ও চেন্নাইয়ে ৬৯৯.৫০ টাকা ৷ অন্যদিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দিল্লিতে ৪৯৩.০৯ টাকা, কলকাতায় ৪৯৬.০৭ টাকা, মুম্বইয়ে ৪৯০.৮০ টাকাও চেন্নাইয়ে ৪৮১.২১ টাকা ৷এবার গ্যাসের মূল্যবৃদ্ধি হলে তা ২০১৬ সালের এপ্রিল-সেপ্টেম্বরের পরে হবে সর্বোচ্চ ৷
advertisement
পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, দুই বছরে সর্বোচ্চ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement