'সরকার আমার ৪ বছর কেড়ে নিল,' অসমে ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়ে কাঁদছেন সুখদেব

Last Updated:

এই ৪ বছরে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন শিশুবালা৷ মামলার খরচ চালাতে চাল বাড়ন্ত৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১ লক্ষ জোগাড় করে দিয়েছে৷ বাকিটা স্থানীয় বাসিন্দারা৷

#গুয়াহাটি: ৪ বছর ধরে ডিটেনশন ক্যাম্পে কাটিয়ে সদ্য ছাড়া পেয়েছেন অসমের হেইলাকান্দির বাসিন্দা সুখদেব রিই৷ কপর্দক শূন্য৷ শুকদেবের কথায়, 'সরকার আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে৷' দক্ষিণ অসমের হেইলাকান্দির চা বাগানের শ্রমিক ছিলেন৷ তাঁর অভিযোগ, সব প্রয়োজনীয় নথি ছিল৷ ১৯৬৬ সালের ভোটার তালিকাতেও নাম ছিল৷ তারপরেও তাঁকে বিদেশি আখ্যা দিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয়৷ বাকিটা নির্মম৷ অসমিয়া ভাষায় বললেন , 'সরকার হাম সে সব ছিনে লিলো৷' কান্নায় ভেঙে পড়লেন৷
৪ বছর পর স্বামীকে দেখলেন শিশুবালা রিই৷ একমাত্র ছেলে ষষ্ঠশ্রেণিতে পড়ে৷ বিদেশি নাগরিক তকমায় সুখদেবকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেয় প্রশাসন৷ এরপর স্বামীকে ছাড়াতে লড়াই শুরু করেন শিশুবালা৷ নাগরিকত্ব প্রমাণের জন্য মামলায় প্রচুর খরচ৷
ডিটেনশন ক্যাম্প থেকে বেরলেন সুখদেব ডিটেনশন ক্যাম্প থেকে বেরলেন সুখদেব
advertisement
advertisement
এই ৪ বছরে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন শিশুবালা৷ মামলার খরচ চালাতে চাল বাড়ন্ত৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থা ১ লক্ষ জোগাড় করে দিয়েছে৷ বাকিটা স্থানীয় বাসিন্দারা৷
২০১৬-র ২৪ জুনের ঘটনা৷ সুখদেব রিই-কে অবৈধ নাগরিক হিসেবে আটক করা হয়৷ শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্পে তাঁকে রাখা হয়৷ ১ লক্ষ টাকার বন্ডে সম্প্রতি ছাড়া পেয়েছেন সুখদেব৷ অসমের ৬টি ডিটেনশন ক্যাম্পে মোট ৮৩৪ জনকে বিদেশি নাগরিক হিসেবে আটক করা হয়েছে৷ এর মধ্যে ৫৫৯ জন মুসলিম ও ২৭৫ জন হিন্দু৷
advertisement
প্রায় ৪ বছর পর পরিবারকে দেখলেন সুখদেব৷ উদাসীন দৃষ্টিতে বললেন, 'সরকার আমাদের থেকে সব কেড়ে নিল৷'
অসমের ডিটেনশন ক্যাম্পে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে৷ রাজ্যসভায় সরকার জানিয়েছে, এই মৃ্ত্যুগুলি স্বাভাবিক৷ ভয়ে নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'সরকার আমার ৪ বছর কেড়ে নিল,' অসমে ডিটেনশন ক্যাম্প থেকে বেরিয়ে কাঁদছেন সুখদেব
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement