Gaganyaan Mission: গণ্ডগোল একটা ছিল, নিমেষেই তা ঠিক করে বিজ্ঞানীদের জয়জয়কার, গগনযানের সফল উৎক্ষেপণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gaganyaan Mission: কী গণ্ডগোল হয়েছিল জানিয়ে দিলেন ইসরো প্রধান, ভুল শুধরে প্রায় নিমেষেই হল উৎক্ষেপণ
শ্রীহরিকোটা : প্রথমে নির্ধারিত সময়ে গগনযানের উৎক্ষেপণ হয়নি৷ ইসরো প্রধান জানিয়েছিলেন খুব দ্রুত অসুবিধা ঠিক করে আবার তা উৎক্ষেপণ হবে৷ যেমন কথা তেমনিই কাজ ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) -র ফের একটি স্বপ্নের প্রজেক্ট গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন পরীক্ষামূলক ফ্লাইট সফল হয়। আগে এই উৎক্ষেপণ সকাল ৮টায় হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা স্থগিত করে সকাল ১০টায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ISRO ঘোষণা করেছে যে TV-D1 মিশন সম্পূর্ণ সফল হয়েছে এবং পেলোডগুলি পরে পরিকল্পনা অনুযায়ী নিরাপদে সমুদ্রে ছড়িয়ে পড়ে।
এই মিশনের সফল সমাপ্তির পরে, মিশনের প্রাথমিক ত্রুটিগুলি সম্পর্কে ISRO প্রধান এস সোমনাথ তথ্য দিয়েছেন। “গ্রাউন্ড কম্পিউটারে একটি অ-সঙ্গতি সনাক্ত করার পরে প্রাথমিকভাবে লিফটটি বন্ধ করা হয়েছিল,” তিনি বলেছিলেন। আমরা অবিলম্বে এটি চিহ্নিত করেছি এবং খুব দ্রুত এটি সংশোধন করেছি।
Mission Gaganyaan
TV D1 Test Flight is accomplished.
Crew Escape System performed as intended.
Mission Gaganyaan gets off on a successful note. @DRDO_India@indiannavy#Gaganyaan
— ISRO (@isro) October 21, 2023
advertisement
advertisement
ISRO প্রধান বলেছিলেন যে মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা। তিনি বলেন, ‘ক্রুরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু করার আগেই গাড়িটি শব্দের গতির কিছুটা উপরে চলে যায়।’
প্রথমে যান্ত্রিক কোনও গোলযোগের কারণে এই গগনযান মিশন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে৷ ইসরো প্রধান এস সোমনাথ এই তথ্য সামনে এনে বলেছেন, ‘‘আমাদের দেখতে হবে কোথাও গড়বড় হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব৷’’
advertisement
এই শনিবার সকাল ৮ টায় ক্রু মডিউল (যাতে স্পেস ক্রাফট সওয়ার হয়) আর চালকবিহীণ প্রণালী থেকে প্রথম রকেট উৎক্ষেপণ হওয়ার কথা ছিল৷ এরপর ফের পরীক্ষার জন্য ডি ১ মিশনের জন্য লঞ্চ প্যাড প্রক্ষেপণের সময়ে বদল এনে সাড়ে আটটায় করে দেওয়া হয়েছিল৷ তবে সময় কেন বদল করা হয়েছিল তার কারণ সরকারিভাবে জানানো হয়নি৷ কিন্তু সূত্রের খবর বৃষ্টি ও মেঘের কারণে এই পরিবর্তন করা হয়েছে৷
advertisement
#WATCH | Gaganyaan Mission | Sriharikota, Andhra Pradesh: School students gather at the viewing gallery as ISRO is set to launch its first test flight (TV-D1 Flight Test) today from the First launch pad at SDSC-SHAR, Sriharikota pic.twitter.com/iTLo6MBRcC
— ANI (@ANI) October 21, 2023
advertisement
সময়ের বদলের ঘোষণার পরেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার মনিটরে কাউন্ট ডাউনের ঘড়ি সরিয়ে দেওয়া হয়৷ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ১৩ ঘণ্টা রিভার্স কাউন্টডাউনে ছিল৷ পরীক্ষার মহাকাশযান মিশনের উদ্দেশ্য হল গগনযান মিশনে ভারতীয় মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ক্রু মডিউল এবং ক্রু রেসকিউ সিস্টেমের নিরাপত্তা পরামিতিগুলি রিসার্চ করে দেখা হয়৷
advertisement
গগনযান মিশনের লক্ষ্য ২০২৫-র তিন দিনের মিশনে মানুষকে ৪০০ কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। শনিবার, ইসরো- ISRO তার পরীক্ষামূলক যান – ডেমোনস্ট্রেশন (TV-D1), একটি একক-পর্যায়ের তরল প্রপেলেশন রকেটের সফল উৎক্ষেপণের চেষ্টা করবে। ক্রু মডিউল সহ এই পরীক্ষামূলক যান মিশন সামগ্রিক গগনযান প্রোগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
advertisement
শুক্রবার ISRO নিজেদের আধিকারিক ওয়েবসাইটে তথ্য দিয়েছিল ‘২১ অক্টোবর সকাল ৮ টায় TV-D1 পরীক্ষামূলক ফ্লাইটের কাউন্টডাউন শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয়েছে।’ ISRO জানিয়েছে যে এই পরীক্ষামূলক ফ্লাইটের সাফল্য স্থগিত রয়েছে। পরীক্ষা এবং মনুষ্যবিহীন মিশনের ভিত্তি স্থাপন করা, যা প্রথম গগনযান কর্মসূচির সূচনাকে চিহ্নিত করার কথা ছিল৷
‘ক্রু মডিউল’ হল রকেটের পেলোড, এবং এটি পৃথিবীর মতো পরিবেশ সহ মহাকাশে নভোচারীদের জন্য বাসযোগ্য স্থান। এটি একটি চাপযুক্ত ধাতব ‘অভ্যন্তরীণ কাঠামো’ এবং ‘তাপ সুরক্ষা ব্যবস্থা’ সহ একটি চাপবিহীন ‘বাহ্যিক কাঠামো’ নিয়ে তৈরি হওয়া একটি ইউনিট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 8:14 PM IST