Lalu Prasad Yadav Family Dispute: পটনা ছাড়লেন লালুর আরও চার মেয়ে! তেজস্বীর বিরুদ্ধে একজোট সব বোন? কোন্দল তুঙ্গে

Last Updated:

লালুপ্রসাদের চার মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষী যাদবকে নিজেদের পরিবারের সঙ্গে পটনা ছেড়ে চলে যেতে দেখা যায়৷

তেজস্বীর বিরুদ্ধে একজোট রোহিনী সহ সব বোন?
তেজস্বীর বিরুদ্ধে একজোট রোহিনী সহ সব বোন?
লালু প্রসাদ যাদবের পারিবারিক বিবাদ আরও চরমে৷ রোহিনী যাদবের পর এবার লালুর পরিবারের সঙ্গে তাঁর আরও চার মেয়ের দূরত্ব বৃদ্ধির জল্পনা৷ রবিবার লালুপ্রসাদের আরও চার মেয়েকে পটনা ছেড়ে চলে যেতে দেখা গিয়েছে৷
সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত পটনা বিমানবন্দরের একটি ভিডিও-তে লালুপ্রসাদের চার মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষী যাদবকে নিজেদের পরিবারের সঙ্গে পটনা ছেড়ে চলে যেতে দেখা যায়৷
এর ঘণ্টাখানেক পর সংবাদসংস্থা পিটিআই-এর দেওয়া একটি ভিডিও-তে লালুপ্রসাদের চতুর্থ মেয়ে হেমা যাদবকে দিল্লি বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়৷ অন্য একটি ভিডিও-তে আবার রাগিনী, ছন্দা এবং রাজলক্ষীকে দিল্লিতে আরজেডি নেত্রী এবং লালু প্রসাদের আর এক মেয়ে মিসা ভারতীর বাড়িতে ঢুকতে দেখা যায়৷
advertisement
advertisement
বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি-র বিপর্যয়ের পরই লালুপ্রসাদের মেয়ে রোহিনী আচার্য পরিবার এবং দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানান৷ এর পরে সমাজমাধ্যমে আরও একাধিক বিস্ফোরক পোস্ট করেন রোহিনী৷ রোহিনীর এই ঘোষণার পরই লালুর পরিবারের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে৷
সমাজমাধ্যমে রোহিনী বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন, নিজের বাপের বাড়িতেই তাঁকে অপমান এবং হেনস্থার মুখোমুখি হতে হয়েছে৷ নাম না করে নিজের ভাই এবং বিহারের নির্বাচনে আরজেডি-র মুখ তেজস্বী যাদবের দিকেই আঙুল তোলেন তিনি৷ যদিও রোহিনী দাবি করেন, তাঁর বাবা এবং মায়ের পূর্ণ সমর্থন তাঁর দিকেই রয়েছে৷ কীভাবে লালুর পারিবারিক অশান্তি এই পর্যায়ে পৌঁছল, সমাজমাধ্যমে সেই ঘটনাক্রমও তুলে ধরেন রোহিনী৷
advertisement
রোহিনী দাবি করেন, শুধু তাঁর বাবা-মা নয়, বোনেরাও তাঁর সঙ্গে রয়েছেন৷ রোহিনী জানিয়ে দেন, তিনি মুম্বইয়ে তাঁর শাশুড়ির কাছে চলে যাচ্ছেন৷ সমাজমাধ্যমে রোহিনী লেখেন, এরকম বাবা-মা পাওয়া ভাগ্যের৷ সব পরিবারেই কেন শুধুমাত্র বোনেদেরই আত্মত্যাগ করতে হবে, বিশেষত যেখানে ভাইয়েরা আছে৷ ভাইদের অপ্রিয় প্রশ্ন করলে আমাদের শ্বশুরবাড়িতে চলে যেতে বলা হয়৷ তাই আমি শ্বশুরবাড়িতেই চলে যাচ্ছি৷ আর নিজের ভাইয়ের সঙ্গেও সব সম্পর্ক ত্যাগ করছি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav Family Dispute: পটনা ছাড়লেন লালুর আরও চার মেয়ে! তেজস্বীর বিরুদ্ধে একজোট সব বোন? কোন্দল তুঙ্গে
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement