Lalu Prasad Yadav Family Dispute: পটনা ছাড়লেন লালুর আরও চার মেয়ে! তেজস্বীর বিরুদ্ধে একজোট সব বোন? কোন্দল তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লালুপ্রসাদের চার মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষী যাদবকে নিজেদের পরিবারের সঙ্গে পটনা ছেড়ে চলে যেতে দেখা যায়৷
লালু প্রসাদ যাদবের পারিবারিক বিবাদ আরও চরমে৷ রোহিনী যাদবের পর এবার লালুর পরিবারের সঙ্গে তাঁর আরও চার মেয়ের দূরত্ব বৃদ্ধির জল্পনা৷ রবিবার লালুপ্রসাদের আরও চার মেয়েকে পটনা ছেড়ে চলে যেতে দেখা গিয়েছে৷
সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত পটনা বিমানবন্দরের একটি ভিডিও-তে লালুপ্রসাদের চার মেয়ে রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষী যাদবকে নিজেদের পরিবারের সঙ্গে পটনা ছেড়ে চলে যেতে দেখা যায়৷
এর ঘণ্টাখানেক পর সংবাদসংস্থা পিটিআই-এর দেওয়া একটি ভিডিও-তে লালুপ্রসাদের চতুর্থ মেয়ে হেমা যাদবকে দিল্লি বিমানবন্দরে পৌঁছতে দেখা যায়৷ অন্য একটি ভিডিও-তে আবার রাগিনী, ছন্দা এবং রাজলক্ষীকে দিল্লিতে আরজেডি নেত্রী এবং লালু প্রসাদের আর এক মেয়ে মিসা ভারতীর বাড়িতে ঢুকতে দেখা যায়৷
advertisement
advertisement
বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি-র বিপর্যয়ের পরই লালুপ্রসাদের মেয়ে রোহিনী আচার্য পরিবার এবং দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানান৷ এর পরে সমাজমাধ্যমে আরও একাধিক বিস্ফোরক পোস্ট করেন রোহিনী৷ রোহিনীর এই ঘোষণার পরই লালুর পরিবারের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে৷
সমাজমাধ্যমে রোহিনী বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন, নিজের বাপের বাড়িতেই তাঁকে অপমান এবং হেনস্থার মুখোমুখি হতে হয়েছে৷ নাম না করে নিজের ভাই এবং বিহারের নির্বাচনে আরজেডি-র মুখ তেজস্বী যাদবের দিকেই আঙুল তোলেন তিনি৷ যদিও রোহিনী দাবি করেন, তাঁর বাবা এবং মায়ের পূর্ণ সমর্থন তাঁর দিকেই রয়েছে৷ কীভাবে লালুর পারিবারিক অশান্তি এই পর্যায়ে পৌঁছল, সমাজমাধ্যমে সেই ঘটনাক্রমও তুলে ধরেন রোহিনী৷
advertisement
রোহিনী দাবি করেন, শুধু তাঁর বাবা-মা নয়, বোনেরাও তাঁর সঙ্গে রয়েছেন৷ রোহিনী জানিয়ে দেন, তিনি মুম্বইয়ে তাঁর শাশুড়ির কাছে চলে যাচ্ছেন৷ সমাজমাধ্যমে রোহিনী লেখেন, এরকম বাবা-মা পাওয়া ভাগ্যের৷ সব পরিবারেই কেন শুধুমাত্র বোনেদেরই আত্মত্যাগ করতে হবে, বিশেষত যেখানে ভাইয়েরা আছে৷ ভাইদের অপ্রিয় প্রশ্ন করলে আমাদের শ্বশুরবাড়িতে চলে যেতে বলা হয়৷ তাই আমি শ্বশুরবাড়িতেই চলে যাচ্ছি৷ আর নিজের ভাইয়ের সঙ্গেও সব সম্পর্ক ত্যাগ করছি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 12:59 PM IST

