Union Budget 2019: অক্টোবরের মধ্যে খোলা শৌচালয় মুক্ত দেশ গড়ার লক্ষ্য
Last Updated:
#নয়াদিল্লি: দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট।
এবারের বাজেটে আলাদা করে নজর দেওয়া হল দেশের স্বচ্ছতার ওপর ৷ স্বচ্ছ ভারত অভিযানকে নতুন দিশা দেওয়ার জন্য নতুন প্রকল্পের কথাও বলা হল বাজেটে ৷ বাজেট পেশ করে নিমর্লা সীতারমন বললেন, ‘২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে খোলা শৌচালয় মুক্ত দেশ গড়ার লক্ষ্য ৯৫ শতাংশ শহর খোলা শৌচালয় মুক্ত হয়েছে দেশে প্রতিটি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে ৷ ৯.৬ কোটি টয়লেট তৈরি করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ৷ ’
advertisement
এই সরকারের আমলে দেশের ৯৫ শতাংশ শহর খোলা শৌচমুক্ত ঘোষিত হয়েছে। ১ কোটি মানুষ স্বচ্ছতা অ্যাপ ডাউনলোড করেছেন। ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে সারা দেশকে খোলা শৌচমুক্ত করার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তা পূর্ণ করবে এই সরকার।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2019 2:29 PM IST