প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন৷ আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই প্যাকেজ কোন কোন খাতে বরাদ্দ করা হচ্ছে, তা বিস্তারিত জানাচ্ছেন৷ অর্থমন্ত্রী জানালেন, ১৪টি আর্থিক সংস্কার মূলক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে৷ ৬টি ক্ষিুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য, ২টি ইপিএফও, দুটি এনবিএফসি, মিউচুয়াল ফান্ড, একটি কন্ট্র্যাক্টরদের জন্য, একটি আবাসন শিল্প ও আরেকটি করের ক্ষেত্রে৷