liveLIVE NOW

কেন্দ্রীয় অর্থমন্ত্রী LIVE: কর্মীদের PF-এ বড় ছাড়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৩ লক্ষ কোটি টাকার ঋণ

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন৷ আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই প্যাকেজ কোন কোন খাতে বরাদ্দ করা হচ্ছে, তা বিস্তারিত জানাচ্ছেন৷

  • | May 13, 2020, 17:12 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    May 13, 2020 17:23 (IST)

    ২০১৯-২০ আর্থিক বছরের আয়কর রিটার্নের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করা হল, জানালেন অর্থমন্ত্রী৷

    May 13, 2020 17:15 (IST)

    ইপিএফ-ও ছাড়ের ফলে বেসরকারি কর্মীদের হাতে বেশি টাকা বেতন আসবে৷

    May 13, 2020 17:10 (IST)

    কেন্দ্রের ৩ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে ৪৫ লক্ষ ইউনিট ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট উপকৃত হবেন

    May 13, 2020 17:03 (IST)

    নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ৩০ হাজার কোটি টাকার বিশেষ লিকুইডিটি স্কিম ঘোষণা করলেন অর্থমন্ত্রী৷ আরবিআই ওই প্রতিষ্ঠানগুলিকে নগদের জোগান দেবে৷ তার গ্যারান্টি নেবে কেন্দ্রীয় সরকার৷

    May 13, 2020 17:00 (IST)

    যাঁদের মাইনে ১৫ হাজার টাকার কম, তাঁদের আগামী তিনমাস পিএফ-এর টাকা সরকার দেবে৷ তাঁদের মাইনে থেকে কাটা হবে না৷

    May 13, 2020 17:00 (IST)
    May 13, 2020 16:58 (IST)

    পিএফ বাবা বেসরকারি কর্মীদের বেতন থেকে আগামী ৩ মাস ১০ শতাংশ কাটা হবে৷ ১২ শতাংশের বদলে ১০ শতাংশ পিএফ কাটা হবে, জানালেন অর্থমন্ত্রী৷

    May 13, 2020 16:49 (IST)

    ঋণের জন্য কোনও গ্যারান্টি ফি লাগবে না বলে দানালেন নির্মলা সীতারামন৷

    May 13, 2020 16:48 (IST)

    ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ৷ এনপিএ আওতায় পড়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও ঋণ দেওয়া হবে৷

    May 13, 2020 16:48 (IST)

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকা ঋণের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ 

    প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন৷ আজ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই প্যাকেজ কোন কোন খাতে বরাদ্দ করা হচ্ছে, তা বিস্তারিত জানাচ্ছেন৷ অর্থমন্ত্রী জানালেন, ১৪টি আর্থিক সংস্কার মূলক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে৷ ৬টি ক্ষিুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য, ২টি ইপিএফও, দুটি এনবিএফসি, মিউচুয়াল ফান্ড, একটি কন্ট্র্যাক্টরদের জন্য, একটি আবাসন শিল্প ও আরেকটি করের ক্ষেত্রে৷