Fauja Singh: ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার অনাবাসী, অপরাধের কথা কবুলও করেছেন অভিযুক্ত

Last Updated:

অমৃতপাল সিং ধিলন স্বীকার করেছেন যে বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং পঞ্জাবের জলন্ধর জেলায় তাঁর গাড়ির ধাক্কাতেই আহত হয়েছিলেন।

গাড়ির ধাক্কায় মারা গেলেন ম্যারাথন দৌড়বিদ।
গাড়ির ধাক্কায় মারা গেলেন ম্যারাথন দৌড়বিদ।
চণ্ডীগড়: রাজপথে ফের বেপরোয়া যান, ফের হিট অ্যান্ড রান! আবারও চাঞ্চল্য দেশ জুড়ে। তফাতের মধ্যে, এবার আর পথবাসী নয়, মৃত্যু হল এক সেলিব্রিটির। বেপরোয়া যান প্রাণ কাড়ল ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের। কিন্তু, হিট অ্যান্ড রান মামলায় সাফল্য পেয়েছে পুলিশ, মঙ্গলবার গভীর রাতে অমৃতপাল সিং ধিলন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অনাবাসী ভারতীয় অমৃতপাল সিং ধিলনকে তাঁর নিজের শহর কর্তারপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: অন্য পুরুষের সঙ্গে কথা! শুনশান ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যা করল স্বামী…বীভৎস
পুলিশ সূত্রে খবর, অমৃতপাল সিং ধিলন সম্প্রতি কানাডা থেকে ফিরেছিলেন এবং দুর্ঘটনার সময় তিনিই এসইউভিটি চালাচ্ছিলেন। এটাও জানা যায় যে অমৃতপাল দুই বছর আগে রুরহমপুরের রবীন্দ্র সিংয়ের কাছ থেকে ওই ফরচুনার এসভিউটি কিনেছিলেন। সংবাদ সংস্থার সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময়ে অমৃতপাল সিং ধিলন স্বীকার করেছেন যে বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং পাঞ্জাবের জলন্ধর জেলায় তাঁর গাড়ির ধাক্কাতেই আহত হয়েছিলেন।
advertisement
advertisement
তিনি পুলিশকে জানিয়েছেন যে সোমবার বিকেলে ভোগপুরে ফোন বিক্রি করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি দ্রুত গতিতে চলছিল বলে এটি ফৌজা সিংকে ধাক্কা দেয়। অমৃতপাল সিং ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান, এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
মঙ্গলবার পুলিশ জানিয়েছিল, এই মামলার অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা গাড়িটি শনাক্ত করতে পেরেছি। এটি পাঞ্জাবে রেজিস্টারড একটি টয়োটা ফরচুনার গাড়ি। দুর্ঘটনাস্থল থেকে আমরা গাড়ির হেডলাইটের কিছু টুকরো উদ্ধার করেছি। এর পর, আমরা গাড়িটি খুঁজে বের করি।”
advertisement
পুলিশ সুপারিন্টেনডেন্ট আরও বলেন,  “সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থলে পাওয়া গাড়ির যে অংশটি পাওয়া গিয়েছিল, তা অনুপস্থিত। এটি ছিল বাম দিকের হেডলাইটের একটি টুকরো। রেজিস্ট্রেশন নম্বরটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, যা আমরা ট্র্যাক করেছি। এটি এমন একটি গাড়ি যার মালিক একাধিকবার পরিবর্তন করেছেন ” এরপরেই ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়।
advertisement
প্রসঙ্গত, ১১৪ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং জলন্ধর-পাঠানকোট মহাসড়কে হাঁটার সময় তাঁর নিজের গ্রামের রাস্তায় গাড়ির ধাক্কায় আহত হন। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আঘাতের কারণে ফৌজা সিং ৫-৭ ফুট দূরে ছিটকে পড়েন। আরও এক গ্রামবাসী জানান, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তা ফৌজা সিংয়ের বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত।
advertisement
দুর্ঘটনার পরেই ওই চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ধারার ২৮১ (বেপরোয়াভাবে গাড়ি চালানো) এবং ১০৫-এর (অনিচ্ছাকৃত অপরাধমূলক হত্যাকাণ্ড) অধীনে একটি এফআইআর দায়ের করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Fauja Singh: ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার অনাবাসী, অপরাধের কথা কবুলও করেছেন অভিযুক্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement