BJP MP Sister Assault by In Laws: স্নানের সময় ভিডিও করার চেষ্টা দুই দেওরের! শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার বিজেপি সাংসদের বোন

Last Updated:

উত্তর প্রদেশের রানি অবন্তিনগরে এই ঘটনা ঘটে৷ বিজেপি সাংসদের বোনের উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের চড়াও হওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তিনি বিজেপি সাংসদের বোন৷ তার পরেও শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের হাত থেকে রেহাই মিলল না৷ উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনের চাঞ্চল্যকর অভিযোগ, স্নানের সময় তাঁর ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন৷ আর তাতে আপত্তি করতেই ওই তরুণীর উপরে শুরু হয় অত্যাচার৷
ইতিমধ্যেই বিজেপি সাংসদের বোন রিনা সিং পুলিশের কাছে তাঁর শ্বশুর লক্ষ্মণ সিং, দেওর রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে নির্যাতন, খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন৷
উত্তর প্রদেশের রানি অবন্তিনগরে এই ঘটনা ঘটে৷ বিজেপি সাংসদের বোনের উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের চড়াও হওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷
advertisement
বিজেপি সাংসদের বোনের অভিযোগ, রবিবার তিনি বাথরুমে স্নান করছিলেন৷ সেই সময় তাঁর দুই দেওর রাজেশ এবং গিরিশ জানলা দিয়ে সেই ভিডিও মোবাইলে রেকর্ড করার চেষ্টা করেন৷ দুই দেওরের এই কুকীর্তি দেখতে পেয়েই আপত্তি জানান রিনা৷ তখনই দু জন মিলে তাঁকে গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদের বোন৷
advertisement
রিনার আরও অভিযোগ, তাঁর শ্বশুরমশাই বন্দুক বের করে তাঁকে গুলি করে খুন করার হুমকি দেন৷ দুই দেওর তাঁকে লোহার রড এবং ছুরি দিয়ে আঘাত করে৷ অভিযোগে রিনা দাবি করেছেন, তাঁর দুটি কন্যাসন্তান হয়েছে৷ সেই রাগেই দীর্ঘদিন ধরে তাঁর উপরে এই অত্যাচার চলছে৷ রিনা অভিযোগপত্রে লিখেছেন, যে কোনও কারণেই হোক ওরা আমাকে সরিয়ে দিতে চায়৷
advertisement
বিজেপি সাংসদের বোনের অভিযোগ, এখনও তাঁকে হুমকি দিচ্ছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশের কাছে নিরাপত্তারও দাবি জানিয়েছেন বিজেপি সাংসদের বোন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP MP Sister Assault by In Laws: স্নানের সময় ভিডিও করার চেষ্টা দুই দেওরের! শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার বিজেপি সাংসদের বোন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement