BJP MP Sister Assault by In Laws: স্নানের সময় ভিডিও করার চেষ্টা দুই দেওরের! শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার বিজেপি সাংসদের বোন

Last Updated:

উত্তর প্রদেশের রানি অবন্তিনগরে এই ঘটনা ঘটে৷ বিজেপি সাংসদের বোনের উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের চড়াও হওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তিনি বিজেপি সাংসদের বোন৷ তার পরেও শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের হাত থেকে রেহাই মিলল না৷ উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনের চাঞ্চল্যকর অভিযোগ, স্নানের সময় তাঁর ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন৷ আর তাতে আপত্তি করতেই ওই তরুণীর উপরে শুরু হয় অত্যাচার৷
ইতিমধ্যেই বিজেপি সাংসদের বোন রিনা সিং পুলিশের কাছে তাঁর শ্বশুর লক্ষ্মণ সিং, দেওর রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে নির্যাতন, খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন৷
উত্তর প্রদেশের রানি অবন্তিনগরে এই ঘটনা ঘটে৷ বিজেপি সাংসদের বোনের উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের চড়াও হওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷
advertisement
বিজেপি সাংসদের বোনের অভিযোগ, রবিবার তিনি বাথরুমে স্নান করছিলেন৷ সেই সময় তাঁর দুই দেওর রাজেশ এবং গিরিশ জানলা দিয়ে সেই ভিডিও মোবাইলে রেকর্ড করার চেষ্টা করেন৷ দুই দেওরের এই কুকীর্তি দেখতে পেয়েই আপত্তি জানান রিনা৷ তখনই দু জন মিলে তাঁকে গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদের বোন৷
advertisement
রিনার আরও অভিযোগ, তাঁর শ্বশুরমশাই বন্দুক বের করে তাঁকে গুলি করে খুন করার হুমকি দেন৷ দুই দেওর তাঁকে লোহার রড এবং ছুরি দিয়ে আঘাত করে৷ অভিযোগে রিনা দাবি করেছেন, তাঁর দুটি কন্যাসন্তান হয়েছে৷ সেই রাগেই দীর্ঘদিন ধরে তাঁর উপরে এই অত্যাচার চলছে৷ রিনা অভিযোগপত্রে লিখেছেন, যে কোনও কারণেই হোক ওরা আমাকে সরিয়ে দিতে চায়৷
advertisement
বিজেপি সাংসদের বোনের অভিযোগ, এখনও তাঁকে হুমকি দিচ্ছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশের কাছে নিরাপত্তারও দাবি জানিয়েছেন বিজেপি সাংসদের বোন৷
বাংলা খবর/ খবর/দেশ/
BJP MP Sister Assault by In Laws: স্নানের সময় ভিডিও করার চেষ্টা দুই দেওরের! শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার বিজেপি সাংসদের বোন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement