Farmers Protest In Delhi: কৃষক আন্দোলন চলবেই, জানালেন নেতারা, হরিয়ানায় আংশিক বন্ধ ইন্টারনেট, পঞ্জাবে সতর্কতা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Farmers Protest In Delhi: দিল্লির একাধিক সীমান্ত কার্যত সিল করে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে৷ কোনওভাবেই কৃষক আন্দোলনের ঢেউ যাতে রাজধানীতে আছড়ে না পড়ে, তার ব্যবস্থা করা হল৷
নয়াদিল্লি: দিল্লি সীমান্তে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে৷ মঙ্গলবারই দিল্লি চলো কর্মসূচি আটকাতে জল কামান থেকে শুরু করে কাঁদনে গ্যাসের সেল ফাটাতে হয়েছিল পুলিশকে৷ এ বারেও, এই প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিনেও আরও সতর্ক, আর আঁটোসাঁটো করা হল নিরাপত্তা৷ দিল্লির একাধিক সীমান্ত কার্যত সিল করে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে৷ কোনওভাবেই কৃষক আন্দোলনের ঢেউ যাতে রাজধানীতে আছড়ে না পড়ে, তার ব্যবস্থা করা হল৷
প্রতিবাদী কৃষকদের পক্ষ থেকে নেতা সরওয়ান সিং পান্ধের জানিয়েছে, ‘আমরা ভারতের কৃষকরা জানাচ্ছি, আমরা লড়াই করতে বা যুদ্ধ করতে আসিনি৷ আমরা সরকারের প্রতিশ্রুতি মতোই ন্যূনতম সহায়ত মূল্য বিষয়ক আইন ও তাঁর প্রয়োগের বিষয়ে নিশ্চয়তা চাই৷ স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে এই নিশ্চয়তা আমরা চাইছি৷’
advertisement
কৃষকদের পক্ষ থেকে বারংবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা নতুন কোনও দাবি নিয়ে আন্দোলনে নামেননি৷ তাঁদের দাবি পুরনো৷ এর আগের আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই দাবি পুরণের জন্য কথা দেওয়া হয়েছিল৷ কিন্তু তার পরে আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও উদ্যোগ প্রদর্শন করা হয়নি৷ তাঁরা যখন এমএসপি আইন চেয়েছেন, তখন সরকার বিরূপ আচরণ করছে৷ তাঁরা যখন স্বামীনাথন রিপোর্টের কথা বলছেন, ঋণ মকুবের কথা বলছেন, তখন সরকার অন্য কথা বলছে৷ সেই কারণেই এই আন্দোলন৷
advertisement
এদিকে একাধিক সীমান্তে উল্লেখযোগ্য নিরাপত্তা বৃদ্ধি-সহ বিভিন্ন স্তরে নিরাপত্তার বেষ্টনি আরও শক্তিশালী করা হয়েছে৷ হরিয়ানায় নিরাপত্তার স্বার্থে মোট সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে৷ পাশাপাশি, হরিয়ানা-পঞ্জাব সীমান্তে রয়েছে হাসপাতাল৷ সেই কারণেও নিরাপত্তা শক্তিশালী করতে বলা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 9:02 AM IST