‘বাড়িতে বিয়ে থাকলে ২.৫ লক্ষ টাকা তোলা যাবে’, জানালেন কেন্দ্রীয় অর্থসচিব
Last Updated:
টাকা বদল সহ-একাধিক ক্ষেত্রে নয়া দাওয়াই ঘোষণা কেন্দ্রের।
#নয়াদিল্লি: হয়রানি চলছেই। এদিনও সেই চেনা ছবি। ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। এটিএমে নো ক্যাশ বোর্ড। অপেক্ষা করতে করতে অধৈর্য্য গ্রাহকরা। টাকার অভাবে রোগী নিয়ে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক ভিনদেশী। বদলে যাচ্ছে প্রতিদিনের চেনা রুটিন। ব্যাঙ্কের পথেই এখন প্রাতঃভ্রমণ। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে খবরের কাগজের হেডলাইনসে চোখ বোলানো। টাকার বিপুল চাহিদার সামনে খানিকটা চাপে কেন্দ্রীয় সরকার।
নোট ভোগান্তির মধ্যেই ফের নয়া নিয়ম জারি কেন্দ্রের। টাকা বদলের ঊর্ধ্বসীমা সাড়ে চার হাজার থেকে কমিয়ে দু্’হাজার টাকা করা হয়েছে। বিয়েবাড়ির ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলার অনুমতি দেওয়া হয়েছে। বিরোধীদের চাপে, কৃষকদেরও বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রের অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। ন্’দিনের মাথাতেও ভোগান্তি অব্যাহত। তার মধ্যেই জারি হল নোট বদলের নয়া নিয়ম।
advertisement
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানান, ‘যাঁদের বাড়িতে বিয়ে আছে, তাঁরা ২.৫ লক্ষ টাকা তুলতে পারবেন ৷ বাড়ির একজনের অ্যাকাউন্ট থেকে তোলা যাবে ৷ নোট বদলের ক্ষেত্রে ২ হাজার টাকা তোলা যাবে ৷ ’
advertisement
পাশাপাশি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ATM-এ সমস্যা খতিয়ে দেখার জন্য ৷
এদিন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস কী বললেন দেখে নিন এক নজরে-
advertisement
-কৃষকদের টাকা তোলার উর্ধ্বসীমা ২৫ হাজার
-সার, বীজের জন্য টাকা তুলতে পারবেন
-রেজিস্টার্ড ব্যবসায়ীদের পাশেও সরকার
-তাঁদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ল
-সপ্তাহে ৫০ হাজার টাকা তুলতে পারবেন
-বিয়ের খরচে ২.৫ লক্ষ টাকা তোলা যাবে
-পরিবারের একজনের অ্যাকাউন্ট থেকে তোলা যাবে
advertisement
-বিয়ের কার্ড দেখিয়ে টাকা তোলা যাবে
-দিতে হবে প্যান নম্বর
-কমল টাকা বদলের ঊর্ধ্বসীমা
-সাড়ে ৪ হাজার থেকে কমে ২ হাজার টাকা
-কাল থেকে এই নিয়ম লাগু হবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2016 10:58 AM IST