Farmers protest: কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হরিয়ানা! কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ, আহত অন্তত ৬

Last Updated:

Delhi protest: ফের কৃষক আন্দোলনের জেরে অশান্তি। শুক্রবার দিল্লি চলো অভিযানের কর্মসূচি ছিল কৃষকদের। শম্ভু সীমানা থেকে দিল্লি পর্যন্ত এগোনোর কর্মসূচি ছিল কৃষকদের। সেই নিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে।

কৃষকদের আন্দোলন।
কৃষকদের আন্দোলন।
নয়াদিল্লি: ফের কৃষক আন্দোলনের জেরে অশান্তি। শুক্রবার দিল্লি চলো অভিযানের কর্মসূচি ছিল কৃষকদের। শম্ভু সীমানা থেকে দিল্লি পর্যন্ত এগোনোর কর্মসূচি ছিল কৃষকদের। সেই নিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে।
কৃষক আন্দোলনের জেরে ধুন্ধুমার সম্ভু বর্ডার। পঞ্জাবের সীমানা পেরিয়ে হরিয়ানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব‍্যপক ধস্তাধস্তি কৃষক আন্দোলনকারীদের। কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ‍্যাসের সেল ফাটিয়েছে পুলিশ।
advertisement
বহু কৃষক জড়ো হয়েছিলেন শম্ভু বর্ডার থেকে দিল্লি যাওয়ার জন্য। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী পাঁচজনের বেশী কৃষকের জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই জড়ো হয়েছিলেন কৃষকরা। তখনই পুলিশ প্রতিরোধ করে।
advertisement
এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “কৃষকদের হরিয়ানায় প্রবেশের অধিকার নেই। অম্বালা সরকারের তরফে ১৬৩ ধারা জারি করেছে”। দিল্লি তো বটেই, নয়ডা এবং গ্রেটার নয়ডাতেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers protest: কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হরিয়ানা! কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ, আহত অন্তত ৬
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement