এগজিট পোল মানেই এগজ্যাক্ট পোল নয়, প্রতিক্রিয়া উপরাষ্ট্রপতির ভেঙ্কাইয়া নায়ডুর

Last Updated:

এগজিট পোলের রেজাল্ট নিয়ে উপরাষ্ট্রপতির প্রতিক্রিয়া, 'এগজিট পোল মানেই এগজ্যাক্ট পোল নয়৷ আমাদের এটা বুঝতে হবে৷ ১৯৯৯ সাল থেকে বেশির ভাগ এগজিট পোল রেজাল্টই ভুল হয়েছে৷'

#গুন্টুর: বিভিন্ন সমীক্ষায় এগজিট পোলের রেজাল্ট বেরনোর পর থেকেই গোটা দেশে নানা প্রশ্ন ও চাপা উত্তেজনা চলছে৷ রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে৷ বিরোধীরা অবশ্য এগজিট পোলের রেজাল্টকে গুরুত্ব দিচ্ছে না৷ এগজিট পোলের রেজাল্ট নিয়ে সন্দিহান প্রকাশ করলেন খোদ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুও৷
এগজিট পোলের রেজাল্ট নিয়ে উপরাষ্ট্রপতির প্রতিক্রিয়া, 'এগজিট পোল মানেই এগজ্যাক্ট পোল নয়৷ আমাদের এটা বুঝতে হবে৷ ১৯৯৯ সাল থেকে বেশির ভাগ এগজিট পোল রেজাল্টই ভুল হয়েছে৷'
উপরাষ্ট্রপতির মতে, সব দলই জেতার ব্যাপারে আশাবাদী৷ 'গণনার দিন পর্যন্ত প্রতিটি দলই নিজেদের আত্মবিশ্বাসে অটল৷ এপর কোনও ভিত্তি নেই৷ সুতরাং আমাদের ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ দেশের ও রাজ্যগুলির একজন দক্ষ নেতা প্রয়োজন৷ তিনি যে-ই হোন৷ প্রয়োজন একটি স্থায়ী সরকার৷ আর কিছু নয়৷ রাজনৈতিক নেতাদের ভাষণের মান পড়ে গিয়েছে অনেক ক্ষেত্রেই৷ ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করা হচ্ছে৷ রাজনীতিতে কেউ কারও শত্রু নয়, শুধুই বিপক্ষ৷ এই বেসিক বিষয়টাই সবাই ভুলে যাচ্ছে৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এগজিট পোল মানেই এগজ্যাক্ট পোল নয়, প্রতিক্রিয়া উপরাষ্ট্রপতির ভেঙ্কাইয়া নায়ডুর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement